তীর নাহি পাই খুঁজে
তীর নাহি পাই খুঁজে
আব্দুল কাদির মিয়া
===============
তীর নাহি পাই খুঁজে
তবুও মন কাকে খুঁজে,
স্থীর নাহি রহে অন্তর।
খুঁজি যারে ভব ঘুরে-
হৃদ ঘরে পাই তাঁরে,
নিজ খোঁজের নেই প্রান্ত।
এই রবি এই ধরা-
গগনে গগনে ভরা,
নিখিল লয়েছে খুঁজে-
এক লীলা মেল।
যেথা শত রুপে শত ছবি-
গুণ ধরা গনে কবি,
বলে তাঁর লিখুনিতে-
আগুন আর মধু স্রোতে,
অন্তহীণ জীবনের-
সেতো এক মহা খেল।
এতো খেলা এক ভেলা-
লইয়ে ভাসে নেই তলা,
নেই কূল কিনারার শেষ।
আজই অথৈ পৃথিবী জুড়ে-
এক টিপনি চোখ মেরে,
যেন নিশ্বাসের একটান-
মেলা জমালো সে বেশ।
আব্দুল কাদির মিয়া
===============
তীর নাহি পাই খুঁজে
তবুও মন কাকে খুঁজে,
স্থীর নাহি রহে অন্তর।
খুঁজি যারে ভব ঘুরে-
হৃদ ঘরে পাই তাঁরে,
নিজ খোঁজের নেই প্রান্ত।
এই রবি এই ধরা-
গগনে গগনে ভরা,
নিখিল লয়েছে খুঁজে-
এক লীলা মেল।
যেথা শত রুপে শত ছবি-
গুণ ধরা গনে কবি,
বলে তাঁর লিখুনিতে-
আগুন আর মধু স্রোতে,
অন্তহীণ জীবনের-
সেতো এক মহা খেল।
এতো খেলা এক ভেলা-
লইয়ে ভাসে নেই তলা,
নেই কূল কিনারার শেষ।
আজই অথৈ পৃথিবী জুড়ে-
এক টিপনি চোখ মেরে,
যেন নিশ্বাসের একটান-
মেলা জমালো সে বেশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৬/০২/২০২৩চমৎকার লিখেছেন।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৪/০২/২০২৩নাইস
-
বোরহানুল ইসলাম লিটন ১৪/০২/২০২৩অসাধারণ প্রিয় কবি!
-
ফয়জুল মহী ১৪/০২/২০২৩ঋদ্ধ উপস্থাপনা কবিবর।