পুরোনো সখী সুখ বসন্ত
পুরোনো সখী সুখ বসন্ত
আব্দুল কাদির মিয়া
=================
আয়রে কোকিল ধরনা টেনে
ঘুমন্ত পলাশ শিমুল কানে,
ফুটতে কলি টগবগিয়ে-
হৃদয় ছোঁয়া গান।
এই রাত পোহালেই চির কনে-
সুখ বসন্ত অধীর মনে,
আসবে ছুটে নতুন সাজে-
সেতো নাচবে কানন প্রাণ।
ওরে ময়না কুটুম আয়না তোরা-
আমার মৌ সে কাড়া প্রাণ ভোমরা,
এই সে ফাগুন চৈতী হাওয়ায়-
আছে বেকুল ধরে।
পুরোনো সেই সখী টারে-
সুখ বসন্ত মায়ার তোড়ে,
বলবো চেপে এক মিলে সব-
কই আছে তাঁর বরে।
সেই কালবৈশাখী সর্বনাশা-
নেই বলে তাঁর পাশে বসা,
ওহে শালিক বাবুই ঘুঘু-
দেখনা সখীর খেলা।
বরের ঘরে রাখলো ধরে-
বৈশাখ ছেড়ে চত্রি ধরে,
সখী বুঝলোনা তাঁর বরেই মোদের-
বইছে মিলন মেলা।
ওহে সখী বসন্ত তুমি-
কাল বদরের চির কনে,
তুমি লাজ ধরোনা-
সেই চিরকাল-
তোমার কালবৈশাখী বরে।
ভাগ্য মোদের খুঁতহীন আপন-
কর্ম মানে মিলবে ফলন,
সেথা কালের সাধ্য নেই কোনো তাঁর-
কারো মন্দ ভালো করে।
আব্দুল কাদির মিয়া
=================
আয়রে কোকিল ধরনা টেনে
ঘুমন্ত পলাশ শিমুল কানে,
ফুটতে কলি টগবগিয়ে-
হৃদয় ছোঁয়া গান।
এই রাত পোহালেই চির কনে-
সুখ বসন্ত অধীর মনে,
আসবে ছুটে নতুন সাজে-
সেতো নাচবে কানন প্রাণ।
ওরে ময়না কুটুম আয়না তোরা-
আমার মৌ সে কাড়া প্রাণ ভোমরা,
এই সে ফাগুন চৈতী হাওয়ায়-
আছে বেকুল ধরে।
পুরোনো সেই সখী টারে-
সুখ বসন্ত মায়ার তোড়ে,
বলবো চেপে এক মিলে সব-
কই আছে তাঁর বরে।
সেই কালবৈশাখী সর্বনাশা-
নেই বলে তাঁর পাশে বসা,
ওহে শালিক বাবুই ঘুঘু-
দেখনা সখীর খেলা।
বরের ঘরে রাখলো ধরে-
বৈশাখ ছেড়ে চত্রি ধরে,
সখী বুঝলোনা তাঁর বরেই মোদের-
বইছে মিলন মেলা।
ওহে সখী বসন্ত তুমি-
কাল বদরের চির কনে,
তুমি লাজ ধরোনা-
সেই চিরকাল-
তোমার কালবৈশাখী বরে।
ভাগ্য মোদের খুঁতহীন আপন-
কর্ম মানে মিলবে ফলন,
সেথা কালের সাধ্য নেই কোনো তাঁর-
কারো মন্দ ভালো করে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সালমান মাহফুজ ০৫/০২/২০২৩চিত্তাকর্ষক
-
নাসিফ আমের চৌধুরী ০৫/০২/২০২৩সুন্দর
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৫/০২/২০২৩অসাধারণ লাগল।
-
অভিজিৎ হালদার ০৪/০২/২০২৩সুন্দর ভাবনা
-
ফয়জুল মহী ০৩/০২/২০২৩চমৎকার মুগ্ধতা কবি ভাই।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৩/০২/২০২৩সুন্দর লেখনী