সব হইবো তোর পর
সব হইবো তোর পর
আব্দুল কাদির মিয়া
===============
এই দেশে নাই শান্তিরে মন
কিসের বাঁধি ঘর,
দুইদিন পরে ছাড়িয়া যাবি-
সব হইবো তোর পর।
দালানকোঠা জমিদারি-
টাকা-পয়সা কাড়ির কাড়ি,
জমলো যত সময় তত-
কমলো বাঁচায় তোর।
ভাবলি যারে সুদিন আপন-
রইবেনা কেউ ঢাকবো কাফন,
দুইদিন পরে ছাড়িয়া যাবি-
সব হইবো তোর পর।
ঐ বাড়ি আজ নেই খোয়ালে-
সুখ ভরেনা মনের কলে,
আরো লইবো খুঁজে রাত পোহালে-
মন করে ধড়ফড়।
বুকের বামে ঠক-ঠকানি-
দমের কাটা ধরবো টানি,
থাকবো পড়ে আশার মানিক-
সব হইবো তোর পর।
সেই বাড়ি তোর হেলায় পড়ে-
খুঁটি বেড়া চালায় ধরে,
খাইলে জঙে ঘুনের পোকা-
সব করে নড়বড়।
সুরুজ আগুন মগজ পরে,
মারবো পুড়ে হিসাব ধরে-
ভবের লোভন ঘরের ছায়া সব-
কাড়িয়া নিবো তোর।
আব্দুল কাদির মিয়া
===============
এই দেশে নাই শান্তিরে মন
কিসের বাঁধি ঘর,
দুইদিন পরে ছাড়িয়া যাবি-
সব হইবো তোর পর।
দালানকোঠা জমিদারি-
টাকা-পয়সা কাড়ির কাড়ি,
জমলো যত সময় তত-
কমলো বাঁচায় তোর।
ভাবলি যারে সুদিন আপন-
রইবেনা কেউ ঢাকবো কাফন,
দুইদিন পরে ছাড়িয়া যাবি-
সব হইবো তোর পর।
ঐ বাড়ি আজ নেই খোয়ালে-
সুখ ভরেনা মনের কলে,
আরো লইবো খুঁজে রাত পোহালে-
মন করে ধড়ফড়।
বুকের বামে ঠক-ঠকানি-
দমের কাটা ধরবো টানি,
থাকবো পড়ে আশার মানিক-
সব হইবো তোর পর।
সেই বাড়ি তোর হেলায় পড়ে-
খুঁটি বেড়া চালায় ধরে,
খাইলে জঙে ঘুনের পোকা-
সব করে নড়বড়।
সুরুজ আগুন মগজ পরে,
মারবো পুড়ে হিসাব ধরে-
ভবের লোভন ঘরের ছায়া সব-
কাড়িয়া নিবো তোর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০১/০২/২০২৩সুচিন্তা মন নিরাময় করা কবিতা।
-
ফয়জুল মহী ৩১/০১/২০২৩বাহ্ চমৎকার অনুভূতির অনবদ্য উপস্থাপন
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ৩১/০১/২০২৩খুব সত্য আর সুন্দর কথা বলেছেন।