বাণী-১১ ১২ ও ১৩
বাণী-১১
=====
এক কথা রেখো মনে-
শ্বাসে যতদিন,
বেঁচে আছি তাঁর চেয়ে-
নেই বড় ঋণ।
বাণী-১২
=====
গুনে গুনে নিঃশ্বাসের-
শোধ নিবে ঋণ,
রব-
জীবনের বেঁচে থাকা-
যত প্রতিদিন।
বাণী-১৩
=====
মায়ের বুকেতে যবে-
খেলে একটান,
মৃত্যু সেই প্রতিদানে-
নহে সে সমান।
=====
এক কথা রেখো মনে-
শ্বাসে যতদিন,
বেঁচে আছি তাঁর চেয়ে-
নেই বড় ঋণ।
বাণী-১২
=====
গুনে গুনে নিঃশ্বাসের-
শোধ নিবে ঋণ,
রব-
জীবনের বেঁচে থাকা-
যত প্রতিদিন।
বাণী-১৩
=====
মায়ের বুকেতে যবে-
খেলে একটান,
মৃত্যু সেই প্রতিদানে-
নহে সে সমান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ১৭/০১/২০২৩চমৎকার
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৭/০১/২০২৩সুন্দর
-
বোরহানুল ইসলাম লিটন ১৭/০১/২০২৩একদম অসামান্য!
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৬/০১/২০২৩বাণী বেশ ভাল লাগলো।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৬/০১/২০২৩নাইস
-
ফয়জুল মহী ১৫/০১/২০২৩বাহ চমৎকার লিখেছেন