www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রয়াণ খেয়াল

প্রয়াণ খেয়াল
আব্দুল কাদির মিয়া
===============
মৃত্যু সখা সেই ঘুম নয়নের
ভোরের শয়ন ত্যাগে,
মনো ধ্যানে নাও গণিত করে-
কাল জীবনের অকূল ফেরে,
কি আছে পার ঝোলায় কতক-
দেখো স্মরণ পাতায় এঁকে।

প্রত্যাশার আজ তুমুল খেদে-
ভুবন পাহাড় নীলাভ ভেদে,
মনের পানসি সিন্ধু লোটন-
রুপালী নিহার।

সেতো মুষ্টিতে ভর ডাক শুনি তাঁর-
যেথা অনল জহর নেই শুধাবার,
তাঁর শত পালে ধুম ছুটছে শো শো-
হৃদ পিদিমের কালো ধার।

সেতো ক্রুশের আধার অন্ধ নিশি-
ঐ পারাপার করুণ গ্রাসি,
অতল গহীন অগ্নি সিন্ধু-
কম্পিত জাহান।

যে লৌহগিরি জগৎ বেড়ে-
তাঁর শিষ দাবানল ছোয়ায় পড়ে,
হয় গলে জল বিন্দু ফোঁটায়-
চিহ্ন সে হারায়।

আজ একটু বাঁচার তুখোড় তোড়ে-
অনন্ত সেই রত্ন ঘরে,
শুভ্র কমল নহর শুধা-
কানন এঁকেবেঁকে।

যে বইছে চির সবুজ ধরে-
সোনার পাখির কিচমিচিরে,
সবই ভূলুণ্ঠিত নয় কিসে আজ?
এসো ভোরের শয়ন ত্যাগে।
আর একটু ঝিমান নিঝুম ধরে-
অতিত কি আজ কালের ঘরে,
শেষ কি আছে-
পার ঝোলায় কতক,
দেখি স্মরন পাতায় এঁকে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৪৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০১/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast