www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জলপরী

জলপরী
আব্দুল কাদির মিয়া
===============
শাপলা কাঁখে গায়ের হাটে
এক জামায় তিন তালি,
কিগো সুন্দর জলপরী সেই-
আজ গোটা কয় হালি?

কলমি লতায় জলের শেওলা-
একটু করে ছেটে,
তিন মুঠোতে আধ-মুঠো সেই-
ফেলতে হলো কেটে।

আজ ঠকের কিছু আনলি নাকি?
মনে লাগে ডর।
দ্যুত এইযে আমার রস হেয়ালি-
এই নে সে দাম ধর।

কিরে মুখ খানি তোর শুকনো কেন-
খাসনি বুঝি কিছু?
মন ধরিসনা আমার কথায়-
তুই যে দুঃখী শিশু।

দে দে দে তোর শাপলা গোটা-
মণি হে একটুখান শুনো।
গনায় ধরে জোড়ায় জোড়া-
বিশের কোঠায় পাবে পুড়া,
ছয় জোড়া নিজ বাড়ি।

নাও যদি দাও যা চায় মনে-
এক ছোট ভাই জ্বরের টানে,
পা হারা এক মায়ের তরে-
চড়াবো উনুনে হাড়ি।

এইতো জীবন জল বাদাড়ে-
সাত হতে আজ বারোয় পড়ে,
শাপলা শামুক শুকনো পালা-
ক্ষুধায় আছে জুড়ে।

পদ্ম পাতা লইনি ছিঁড়ে-
তাঁর কলি কাল ফুটবে ভোরে,
লাল শ্বেত ধার মায়ার হাসি,
আমার পরাণ কাড়ে।

ঠকবে কে আর জিতবে মণি-
আমার নেই যে কিছুই দাম,
কিছু থাকলে দুঃখীর দুঃখগুলো সব-
আমার কান্নায় জোড়াতাম।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২১৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/১২/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast