www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিদায় কলম

বিদায় কলম
আব্দুল কাদির মিয়া
===============
লিখবো কি আজ
বলনা হে মন,
যায় বেলা যায় কেটে।

দুচোখ শুধু কাঁদলো জনম-
পরের ঘটা ঘেটে।

এইতো জীবন এইতো খেলা-
তোর অন্তরের অবুঝ জ্বালা,
মিটলো না তাঁর অসিম ঢেউয়ের-
তোরণ পাড়ে আসি।

যায় বেলা শেষ সন্ধ্যাক্ষণে-
ঐ সিন্ধু বুকের অকূল টানে,
রাখলো না তাঁর কিছুই ধরে-
যেন সব গেলো সব ভাসি।

এবার লিখবো কি আজ-
বলনা হে মন,
আর নেইতো নিশি-
কার দরশন,
সব পোহালো তবুও যেন-
অনেক বলার বাকি।

শেষ হবে তাঁর-
কোন কূলে ঠাঁই,
বুঝ নাহি মোর-
খোঁজ নাহি পাই,
রইবে কি তোর আপন সেজন,
উড়লে পরাণ পাখি?

পুরোনো সেতুই নতুন সাঁজে-
দেখলিনা এই-
সাঁজলি কবে,
কাজলা তে শ্বেত-
ভাবলিনা সেই,
সন্ধ্যে সকাল খানি।

কেশ ডুবলো যে তাঁর-
অনেক ডুবে,
দেখলিনা তুই-
ডুবলো কবে,
আমায় অঙ্গুলি তোর-
রাখতে নারে,
এবার আমার বিদায় জানি।

বন্ধু হে হৃদ-
আমি যাই চলে যাই,
জীবন খানি পেয়ে,
আমার কাটলো জনম-
তোর সাথে সেই,
দুঃখের তরী বেয়ে।

কষ্টগুলো ভবের শুধু-
তাইতো ধরি পাড়ি,
পরুক না আজ কয় ফোঁটা জল-
এইতো ক্ষণিক বাড়ী।

নেই বেলা আর যাই চলে ভাই-
তোরই সে পথ চেয়ে,
আমি থাকবো চির-
ভুলিস না তোর-
অকূল জীবন পেয়ে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৪৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/১২/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast