www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মানুষ একই জাত

মানুষ একই জাত
আব্দুল কাদির মিয়া
===============
জাগো হে আজ বিশ্বজনতা
মানব সত্তার দায়ে,
আমরা মানুষ ভিন জাতে নই-
ধর্ম হৃদ আলয়ে।

মোরা কর্ম দায়ে নিজেই শুধু-
ন্যায়ে পুণ্যবান,
আর তাই নাহলে-
নাশ-বিনাশে,
পতন প্রতিদান।

নিখিল মোদের পূবের সুরুজ-
সবার তরে আলো,
সম দান করে তাঁর-
নেই বে-রকম,
ভিন জাতের তরে কালো।

নিশির শশি পূর্ণি ডেকে-
ফুটন্ত ঝলমলে,
তাঁর ধর্ম জ্যোতি গড়ায় ধরায়-
নেই বিরুপে জাতের বড়াই,
নেই বিমুখী বদল-
নিশির স্বজাত কালো বলে।

যেথা ধর্ম জাতের সত্যাধিকার-
সুসম খাতে নেই প্রতিকার,
জাতের এই সেই কোনোই তাতে,
রোষের তরে ভিন।

যেন জাগবে কেহ শুধুই বসে-
শ্রান্ত ঝিমান শয়ন নাশে,
কারো জাতে সোনার সোহাগ-
নিদ্রাতে সু-দিন।

ঐ ভোর আছে সেই-
ভোরের মতোই,
বাতাস সবার বুকে।

লইছে টেনে দমে দমে-
দোলছে পালান হিমেল সনে,
গাইছে কুকিল কুহু কুহু-
রদ নেই কোনো জাত ভেদে।

তবে আমরা মানুষ-
সত্তা ভুলে,
দাঁড়িয়েছি আজ কোন সে কূলে!
জাতের দন্দে বিশ্বভূবন-
শান্তিহীন বিবাদ।

স্রষ্টা মোদের সৃষ্টি তরে-
ধর্ম নাহি গনন ধরে,
কর্ম কি তাঁর তন্নতন্ন-
ধূনন ধুনুরি মারা।

লইবে বুঝে জীবন খুঁজে-
যেথা নেই ভেদাভেদ-
সুঠাম খুদে,
মহান প্রভুর এইতো বাণী-
ফামাই ইয়া'মাল মিছকা-লা-
জাররাতিন খাইরাই ইয়ারাহ,
অ মাই ইয়া'মাল মিছক্বা-লা-
জাররাতিন শাররাই ইয়ারাহ।


বিঃদ্রঃ- এক পীপিলিকার দৈনিক খাদ্যের সত্তুর ভাগের এক ভাগ এক জাররা পরিমাণ কর্ম ও ভালো মন্দের হিসাব নিবেন প্রভু যাহা ভুক্তভোগী নিজেই তাহা সত্য দেখবে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৭২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/১১/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast