www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আত্মহনন মহাপাপ

আত্মহনন মহাপাপ
আব্দুল কাদির মিয়া
===============
মরণ নহেতো কারো মারিবার তরে
মৃত্যু সই আসে একবার,
রক্ত হৃদয়া কারো ভুবনের পরে-
সেতো ধূলির ধূলিতে-
এক ও নেই অধিকার।

মরণ নহেতো কারো জীবনের পরে-
ভূলোকের সবই করে পর,
হৃদ দুঃখের অনল ছোঁয়া-
মুছিতে না পারে হীন,
ধুলটে সে বেঁধে নিজ ঘর।

সৌর মাখিয়া ধরা-
এই নিখিলের প্রাণে গড়া,
শ্যামল বহরে শশি-
রজনীর হাসি।

জলের বুকেতে নূরে-
নন্দ্য বাতাস উড়ে,
তুমি কাঁদিলে কেন হে সেথা-
জনমেতে আসি?

জগৎ স্পর্শে কোমল-
তোমার পরাণের দ্বার,
তবে যায় মেলে চোখ বুজে-
তুমি দেখো দুই পাড়।

তরী বাঁধা ঘাটে তোমার-
নেই কানাকড়ি,
ঐ দুঃখের অনল নদী-
দিতে হবে পাড়ি।

সেথা পৃথিবীর সুখগুলো-
যেন জ্বালানির তরে,
যারই শত দুঃখ বিনিময়ে-
যাবে উঠে পাড়ে।

সেইদিন সেই ক্ষণের-
নেই আজ কিছু মনে,
রক্তের তনু জানে-
শূন্য দু-হাত ভবের-
কাল-বদলে।

লালসার শত ধারে-
বঞ্চনার দুঃখ পাড়ে,
এই অসহ ভবেতে তুমি-
সেই কেঁদেছিলে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২২২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/১০/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast