চাঁদের সূর্য তুমি
চাঁদের সূর্য তুমি
আব্দুল কাদির মিয়া
===============
চাঁদের সূর্য তুমি
সূর্য পৃথিবী তুমি,
পৃথিবী সে হাসে তোমার চাঁদে।
গগনের সবই তুমি,
জমিনের সবই তুমি,
তুমি নূর মাবূদেরি খোদে।
তবু কষ্ট বলিতে তোমার,
সাধ্য সে নেই আমার,
সবইতো সে উম্মতেরই তরে।
হে রাসূল-
আরশ-কূরসি ধরা,
লৌহে মাহ্ফুজে সারা,
আছো তুমি সৃষ্টি অন্তরে।
ইয়া নূর-
ইয়া মুহাম্মদ,
সাল্লু আলাইহে-
ওয়া সাল্লিমু তাসলিমা।
তুমি সত্য বিশ্বনবী-
দয়ারই কাণ্ডারী সবই।
উদয় ধরে অস্ত রবির তুমি-
পাড়ের দরদি।
ইয়া নূর-
ইয়া মুহাম্মদ,
সাল্লু আলাইহে-
ওয়া সাল্লিমু তাসলিমা,
ইয়া আলামিন আরবী।
আব্দুল কাদির মিয়া
===============
চাঁদের সূর্য তুমি
সূর্য পৃথিবী তুমি,
পৃথিবী সে হাসে তোমার চাঁদে।
গগনের সবই তুমি,
জমিনের সবই তুমি,
তুমি নূর মাবূদেরি খোদে।
তবু কষ্ট বলিতে তোমার,
সাধ্য সে নেই আমার,
সবইতো সে উম্মতেরই তরে।
হে রাসূল-
আরশ-কূরসি ধরা,
লৌহে মাহ্ফুজে সারা,
আছো তুমি সৃষ্টি অন্তরে।
ইয়া নূর-
ইয়া মুহাম্মদ,
সাল্লু আলাইহে-
ওয়া সাল্লিমু তাসলিমা।
তুমি সত্য বিশ্বনবী-
দয়ারই কাণ্ডারী সবই।
উদয় ধরে অস্ত রবির তুমি-
পাড়ের দরদি।
ইয়া নূর-
ইয়া মুহাম্মদ,
সাল্লু আলাইহে-
ওয়া সাল্লিমু তাসলিমা,
ইয়া আলামিন আরবী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৯/১১/২০২২ভালো।
-
তাবেরী ১১/১০/২০২২অসাধারণ মুগ্ধতা
-
শ.ম. শহীদ ১০/১০/২০২২প্রেমের দারুণ নৈবেদ্য।
-
ফয়জুল মহী ১০/১০/২০২২সুন্দর লিখেছেন