www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভুলিনি তোমায়

ভুলিনি তোমায়
আব্দুল কাদির মিয়া
===============
ভুলিনি তোমায় আজও
ভুলিনি তোমার কথা,
প্রীতি বেলার সেইদিন মনেহয়।

আজ অনেক পুরোনো আমি-
পুরোনো সেই কাল,
তবু স্মরণে সেই ক্ষণেই মন কথা কয়।

সমুদ্র গর্জনে কোনো বদলের নেই আজও-
যেন এই দিন সেই দিন একই সেই।

তেন যদিও ফুরিয়েছি আমি-
যৌবনে গত,
শক্তি নেতিয়ে চোখ ধূমিতের মতো,
তবু স্মৃতির গহীনে আজও-
মহা সমুদ্র মোদের সেই দিনকাল,
সেই মিছে সব-
প্রীতি গর্জনেই বহে,
যার একটুও বদলের কিছু নেই।

তবু আবারও আসিবে ফিরে-
দেখিতে আমায়,
হারানো সেই দিনগুলো হৃদয়ে কাঁদায়,
বলে মন জীবনের কোনো একদিন।

সেতো সাজিবে পাগল মনে-
যেন ধুমকেতু সাত রঙে,
আমি দেখিবো আবারও-
শেষ জনমের মতো,
মনের মাধুরি ঢেলে আছে মোর যত,
সেই মেলা ক্ষণ,
আশাহত কষ্টের সীমাহীন ঝড়-
বিঁধুনি বিঁধুনিক্ষত বিঁধুনির তুড়ে।

মোর চোখের চাহুনি ছেড়ে-
তোমায় বাঁধিবো শ্মশান দাহে-
পুড়ুনি শোধের ডোরে,
তাইতো হাতের কাছেই রেখে-
কাঁচের চশমাটি,
কাটে বেলা কাটে কত রজনী প্রহর।

তোমায় আবারো দেখিবো আমি-
ফেলে আসা স্মৃতি ভরা সেই চোখ মেলে,
কিসের পুরোনো আমি-
নেই ক্লান্তির ছোঁয়া,
যেন যৌবনের ভাটা ফিরে-
জোয়ারে আমার নিশুতির বুকে।

তুমি দাঁড়িয়েই আছো-
দাঁড়িয়ে আছো মন দুয়ারে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৫৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৯/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast