বাণী-৫ ও ৬
বাণী-৫ ও ৬
আব্দুল কাদির মিয়া
===========
বাণী-৫
======
আসিলে দর্পে যে-
হাঁটিয়া তুমি,
আমারই ছোট ঘরে।
খসিয়া সে বল শব-
বাহকের কোলে,
ফিরো নাকি তোমারই সেই,
প্রাসাদি দোরে?
বাণী-৬
======
বিদ্বানে নেই তুমি,
তবু ভাব ধরি।
যেন গলা বাঁধের উল্টো সেই-
বেঁধে নিলে ডুরি।
আব্দুল কাদির মিয়া
===========
বাণী-৫
======
আসিলে দর্পে যে-
হাঁটিয়া তুমি,
আমারই ছোট ঘরে।
খসিয়া সে বল শব-
বাহকের কোলে,
ফিরো নাকি তোমারই সেই,
প্রাসাদি দোরে?
বাণী-৬
======
বিদ্বানে নেই তুমি,
তবু ভাব ধরি।
যেন গলা বাঁধের উল্টো সেই-
বেঁধে নিলে ডুরি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৮/০৮/২০২২সুন্দর প্রকাশ।
-
ফয়জুল মহী ২২/০৮/২০২২খুব সুন্দর লিখেছেন
অন্তহীন শুভেচ্ছা রইল ।।