বাণী-৩ ও ৪
বাণী-৩ ও ৪
আব্দুল কাদির মিয়া
============
বাণী-৩
======
প্রলয় ডাকিও তুমি-
ঐ হাপরের ঝাড়ে,
যেন শুধা পায় জন মল্লিকা-
হৃদ মরিচীকা দূরে।
বাণী-৪
======
ওই দেখ,
আধার পৃথিবী কেমন,
হাসে তাঁর ক্ষয়ে।
তুই, বড় কেন নিমজ্জন,
হবি ঐ ভয়ে?
আব্দুল কাদির মিয়া
============
বাণী-৩
======
প্রলয় ডাকিও তুমি-
ঐ হাপরের ঝাড়ে,
যেন শুধা পায় জন মল্লিকা-
হৃদ মরিচীকা দূরে।
বাণী-৪
======
ওই দেখ,
আধার পৃথিবী কেমন,
হাসে তাঁর ক্ষয়ে।
তুই, বড় কেন নিমজ্জন,
হবি ঐ ভয়ে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ১০/০৮/২০২২লেখাটি ভালো লাগলো
-
আলমগীর সরকার লিটন ১০/০৮/২০২২বেশ ধাধার মতো লাগল কবি দা
-
বোরহানুল ইসলাম লিটন ১০/০৮/২০২২অনন্য উপলব্ধির উচ্চারণ।
-
অভিজিৎ হালদার ০৯/০৮/২০২২ভালো
-
ফয়জুল মহী ০৯/০৮/২০২২খুব চমৎকার লেখা
-
সাইয়িদ রফিকুল হক ০৯/০৮/২০২২ভাল।