বাণী-১ ও ২
বাণী-১ ও ২
আব্দুল কাদির মিয়া
===========
বাণী-১
======
দিতে নারে বিশ্ব ধরা,
থোরা সরু পথ।
হে মানব,
মিলিবে সে নাও যদি,
খুঁজে তোমার মত।
বাণী-২
======
ভুল করে নয় তেন ভূলের বিচার,
শূলে দিতে প্রাণ।
ভূল যদি হয় ন্যায়ের তরে,
মান হবে না ম্লান।
আব্দুল কাদির মিয়া
===========
বাণী-১
======
দিতে নারে বিশ্ব ধরা,
থোরা সরু পথ।
হে মানব,
মিলিবে সে নাও যদি,
খুঁজে তোমার মত।
বাণী-২
======
ভুল করে নয় তেন ভূলের বিচার,
শূলে দিতে প্রাণ।
ভূল যদি হয় ন্যায়ের তরে,
মান হবে না ম্লান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ০৭/০৮/২০২২Nice
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৭/০৮/২০২২নাইস
-
ফয়জুল মহী ০৭/০৮/২০২২অত্যন্ত সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ০৬/০৮/২০২২ভাল।