www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মোর আকাশের তারা

মোর আকাশের তারা
আব্দুল কাদির মিয়া
================
তুমিই আমার টুপ টুপ বৃষ্টি ঝড়া,
শ্রাবণে নিশি স্বপনের শরতের মাঠে,
শিশিরে ভেজা প্রভাতের সেই-
ফুটন্ত কৃষ্ণনীলা।

তোমায় সাত সমুদ্র পাড়ে-
নির্জন দ্বীপে দানবের কবল মুক্ত করে-
যেন হারিয়েছি ধুম বজ্র প্রবাহে।

তাই বুকেতে বেঁধেছি দুঃখের শীলা।
জনমের কতকাল দিবা আর রজনীতে,
ভাসিলে তুমি আমার সেই কল্প চাহনিতে-
নীহারিকার দেশে।

তীর্থ প্রাণী কত পেল খুঁজে জল সেথা,
ভাবিতে তোমায়-
নয়নে গড়িয়ে ঠোঁট ভেসে।

আমার ধমনীর রুপালী আকাশে-
জীবনের ভরা বেলা আধা পাড়ে,
আজও তোমার-
হেমন্তের কালো মেঘ ঘিরে বহিয়া।

তবুও আমি নিস্প্রভ নই,
তোমাকে পেয়ে আমার-
ঝলমলে দীপ্ত ছড়াতে চাই-
আজও আমার পৃথিবীতে।

শুধু তোমায় রাখিতে পারি যদি ধরিয়া।
সেই তুমিই আমার শরতের মাঠে-
ঐ স্বপন নন্দিত শিশিরে ভেজা,
প্রভাতের সেই ফুটন্ত কৃষ্ণনীলা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৪০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৮/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast