আর না মরি হায় উদাসী
আর না মরি হায় উদাসী
আব্দুল কাদির মিয়া
=================
হতোই যদি আর এমন একটি
পদ্মা সেতুর মতো,
গাড়ী চাপায় পথের মানুষ-
মরবে দেশের কত?
ইচ্ছা হলেই উপায় আসে-
সেই কানের দুলের মতো,
আমি বলবো মোরা দেশের মানুষ-
সব দেবো যার যত।
তবুও নাচাই মায়ের বুকে-
সিন্ধু বিষাদ বাণ,
আর না ডেকে অগ্নি ঝরা-
হোক চির প্রস্থান।
হায়রে কত মানিক রতন-
উদর ও বুকের ধন,
ফিরে আসি বলে আর আসেনা-
হয় পথে নিধন।
জনম কেঁদে যায় বিফলে-
হাজার শিশুর মা,
পতি হারা শোকে শিশুর-
বুকে পিতার ঘা।
আয়না দেশের ভাইবোনেরা-
সব হাতে এক বল,
আবার ধরে অকাল মরার-
পথ করি বিকল।
নতুন পথের নতুন দিশা-
মোরা চির বাঁচার তরে,
দেশের শক্তি বিজ্ঞজনের-
সেই হাতে হাত ধরে।
আর না মরি হায় উদাসী-
আর না চোখের জল,
এবার পদ্মা সেতুর মতোই-
ধরি সব হাতে এক বল।
বলি,
হাতের চুড়ি কানের দুলে-
যদিও না বেড় পাই,
এবার বাঘ বাঙালী-
জাগোরে জাগো,
শ্রম দিবো সবাই।
আব্দুল কাদির মিয়া
=================
হতোই যদি আর এমন একটি
পদ্মা সেতুর মতো,
গাড়ী চাপায় পথের মানুষ-
মরবে দেশের কত?
ইচ্ছা হলেই উপায় আসে-
সেই কানের দুলের মতো,
আমি বলবো মোরা দেশের মানুষ-
সব দেবো যার যত।
তবুও নাচাই মায়ের বুকে-
সিন্ধু বিষাদ বাণ,
আর না ডেকে অগ্নি ঝরা-
হোক চির প্রস্থান।
হায়রে কত মানিক রতন-
উদর ও বুকের ধন,
ফিরে আসি বলে আর আসেনা-
হয় পথে নিধন।
জনম কেঁদে যায় বিফলে-
হাজার শিশুর মা,
পতি হারা শোকে শিশুর-
বুকে পিতার ঘা।
আয়না দেশের ভাইবোনেরা-
সব হাতে এক বল,
আবার ধরে অকাল মরার-
পথ করি বিকল।
নতুন পথের নতুন দিশা-
মোরা চির বাঁচার তরে,
দেশের শক্তি বিজ্ঞজনের-
সেই হাতে হাত ধরে।
আর না মরি হায় উদাসী-
আর না চোখের জল,
এবার পদ্মা সেতুর মতোই-
ধরি সব হাতে এক বল।
বলি,
হাতের চুড়ি কানের দুলে-
যদিও না বেড় পাই,
এবার বাঘ বাঙালী-
জাগোরে জাগো,
শ্রম দিবো সবাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমান শেখ ২৪/০৭/২০২২চমৎকার প্রতিবাদী কবিতা। শুভকামনা।
-
আলমগীর সরকার লিটন ২৪/০৭/২০২২চমৎকার গীতি কবিতা
-
Md. Rayhan Kazi ২৪/০৭/২০২২অনন্য
-
ফয়জুল মহী ২৪/০৭/২০২২খুব সুন্দর, অনন্য সৃজন
মনোমুগ্ধকর আয়োজন