www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সুখ বসন্ত

সুখ বসন্ত
আব্দুল কাদির মিয়া
===============
কচি নড়ে ঝিরিঝিরি,
ডগায় ডগায় ঝিলিক নূরি।
ভোর জাগানি সন্ধ্যে ওয়ালা-
আমার অন্তরায়।

চোখ ধাধানি চমক খেলে-
মধুর উড়ায় বৃক্ষ দোলে,
সোনার দেশে মধু বেশে-
আমার বাংলা আমার দেশে,
কোয়েল,দোয়েল,শালিক ওরা-
সুখ বসন্ত গায়।

আমি ধন্য শত স্নিগ্ধ বুকে-
গর্বিত চেতনায় উন্নত আমি,
এই শ্যামল তলে বিশ্ব কোলে-
বঙ্গ মহিমায়।

শিশির বিন্দু ফোঁটা-
গন্ধা রজনীর ছুটা,
শশিমার মিটিমিটি যেন সে নীলয়,
বাতায়ন ভেদে মোর-
শয্যার পাশে করে আনয়ন।

আমি ধন্য শত-
গর্ভিত উন্নত আমি,
এই শ্যামল তলে বিশ্ব কোলে-
বঙ্গ মহিমায়।

শোঁশোঁনি সুরে মধু বটে উড়ে,
চির ফাল্গুনের বিজয় বশন্তের উল্লাস।

উড়ে গদগদ সারসীরা দলে-
ডাকে প্রভাত জাগিলে আবার-
গোধূলির লালে,
সুর যেন মধু পাঁচমিশালি,
পদ্মা,মেঘনা, যমুনার চরে-
উড়ে সোনা বালি,
আম কঁচি থোকায় যেন-
গাঁ দলাদলি,
জাম শাঁখে মুকুলের মৌ ভাস।

তুমি সুন্দর তনুময় বিশাল শুকনো পদ্মার,
ঝলমলে সূর্য সোনালী-
বালি ভাসা গড়া জল।

যেন বাংলার তুমি গর্ব অন্তর বিনা-
এক সোহাগি রাগিণ।

আমি দেখিনু তোমায় গোদা গাড়ি জুড়ে-
আছো যেন ঐ ভেসে স্বপন পূরে,
এক মায়াবি তুখর ফণায় শিশিরের ভোরে।

তুমি চির সবুজে ঘেরা এক-
অন্তর বিনা সোহাগি রাগিন,
মোর হৃদয় জুড়ে কর আনয়ন।

আমি গর্বিত এই শ্যামল তলে-
চির সবুজের বাংলা-
বিশ্ব কোলে বনায়ন কুঞ্জ কুঠিতে মায়ের-
দুগ্ধ পানেও শুধু তুমারি মহিমায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৬৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৭/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast