স্বপ্নের সেতু
স্বপ্নের সেতু
আব্দুল কাদির মিয়া
===============
ওরা কেউ নিলোনা একটুখানি
কামারের খবর,
যার মন হাপরে কানের দুলে-
নদী করে পার।
স্বপ্ন যে তাঁর সত্য ফলে-
সবার মুখে হাসি,
তবে হাসলো যে তাঁর ঠোঁটের কোণে-
দেশকে ভালোবাসি।
আজ মাঝি মাল্লা পানাসিতে নেই-
কলের বৈঠা হাতে।
ওরা এপার-ওপার ধরছে পাড়ি-
স্বপ্নের সেতু খাতে।
আজ সকলের পরাণ পাখি-
উঠছে গেয়ে নেচে,
তাই কানের দুলে সেতুর কামার-
ঠোঁটের কোণে হেসে।
ডাকছে আবার আগের ডাকে-
আয়রে দেশের ভাই,
মা-বোনদের দল,
জন্মভূমির পদ্মা সেতু-
নির্মাণে ধর বল।
আর নহে ধার নম নম-
থাকতে কানের দুল।
=================
বিঃদ্র- বিশ্বব্যাংক পদ্মা সেতু নির্মাণে ঋণ বন্ধ করে দিলে তৎকালীন সময়ে নিজ দেশের অর্থায়নে সেতু নির্মাণের জন্য পদ্মা সেতু রচনা যাহা ফেসবুকে
প্রকাশিত হয় তৎকালীন সময়ে।এবং সেই প্রকাশিত রচনা (পদ্মা সেতু)পুনরায় প্রকাশ দেখে আসুন "সিন্ধু সেঁচে মুক্তা- পদ্মা সেতু" গুগল এ।
আব্দুল কাদির মিয়া
===============
ওরা কেউ নিলোনা একটুখানি
কামারের খবর,
যার মন হাপরে কানের দুলে-
নদী করে পার।
স্বপ্ন যে তাঁর সত্য ফলে-
সবার মুখে হাসি,
তবে হাসলো যে তাঁর ঠোঁটের কোণে-
দেশকে ভালোবাসি।
আজ মাঝি মাল্লা পানাসিতে নেই-
কলের বৈঠা হাতে।
ওরা এপার-ওপার ধরছে পাড়ি-
স্বপ্নের সেতু খাতে।
আজ সকলের পরাণ পাখি-
উঠছে গেয়ে নেচে,
তাই কানের দুলে সেতুর কামার-
ঠোঁটের কোণে হেসে।
ডাকছে আবার আগের ডাকে-
আয়রে দেশের ভাই,
মা-বোনদের দল,
জন্মভূমির পদ্মা সেতু-
নির্মাণে ধর বল।
আর নহে ধার নম নম-
থাকতে কানের দুল।
=================
বিঃদ্র- বিশ্বব্যাংক পদ্মা সেতু নির্মাণে ঋণ বন্ধ করে দিলে তৎকালীন সময়ে নিজ দেশের অর্থায়নে সেতু নির্মাণের জন্য পদ্মা সেতু রচনা যাহা ফেসবুকে
প্রকাশিত হয় তৎকালীন সময়ে।এবং সেই প্রকাশিত রচনা (পদ্মা সেতু)পুনরায় প্রকাশ দেখে আসুন "সিন্ধু সেঁচে মুক্তা- পদ্মা সেতু" গুগল এ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম এম হোসেন ২৫/০৬/২০২২চমৎকার