www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সেতো ঘরে যেতে চায়

সেতো ঘরে যেতে চায়
আব্দুল কাদির মিয়া
==============
আমি দেখছি তাঁরে
বেলা শেষে,
সন্ধ্যা নেমে এলে কেশে,
রাতের তারা ফুটলে বেশে-
নামলে আধার হায়।
সেতো ঘরে যেতে চায়।

হায় হায় হায়-
আমার ঘরে যেতে চায়।

আমার বাড়ি একূল- ওকূল,
মাঝ দরিয়া পাড়ি,
দিতেই জীবন সন্ধ্যা হলো-
পানসি গেলে ছাড়ি।

বিধিরে......
বৈঠা আমার আর চলেনা-
দিকনা খুঁজে পায়,
সেতো ঘরে যেতে চায়।

হায় হায় হায়-
আমার ঘরে যেতে চায়।

চোখ মেলেনা-
ঘুমায় শুনে,
মনের আলাপন।
মন বুঝেনা মনের কথা-
ভুলের এই জনম।

কেটেই গেলে একলা হেঁটে-
বুকের অধীর বাঁশির ঠোঁটে,
উঠলো ফেটে আর পারিনা-
কার সে ইশারায়,
সেতো ঘরে যেতে চায়।

হায় হায় হায়-
আমার ঘরে যেতে চায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২২৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৬/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast