www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সৈকত ঘের

সৈকত ঘের
আব্দুল কাদির মিয়া
=============
এত সুন্দর নীলাভেতে
সবুজের ঘনালোতে,
হৃদয়ের মায়া গুলো-
তরঙ্গে দিলে যারে বিছিয়ে।

ওগো সৈকত কভু তুমি-
মানুষের বুকে ধ্বনি,
ঝড় তুলে বাঁধা হয়ে যেওনা।

দেখি আমি প্রভাতে সেই-
প্রভা ঝলমলে যারে,
সেতো দিগন্তে ডানা খানি মেলে।

তোমার প্রান্ত অকূলে তাঁরে-
দেখে মন নাহি ফিরে,
তোমায় ছেড়ে যেতে চাহি বারে বারে।
তাঁরে সন্ধ্যার আরতিতে-
দেখে আবার ডুব ডুবে,
যেন সুন্দরে বলি ডুবো হইয়ো না,
তুমি বুকে ধ্বনি ঝড় তুলে যেওনা।

তুমি অঙ্গ পেশিতে জড়া-
রক্ত স্রোতে,
ওগো মিশে আছো-
বাঙালির জীবনে।

আজই মুক্ত সারা এই বঙ্গবাসী,
দেখো নেই বাঁধা-
অবাধে সেই নিয়তির হাসি-
উঠে ত্বর সহেনা যার মিলনে-
কিসে তাপ দাবদাহে-
হেনো কিসে ভয় যে কেহ চাহে,
থামো থোরা দেখি পরিচয়।

ওগো সৈকত পায়ে পড়ি-
নেই আমার কানাকড়ি,
বিকিয়ে পরোনা-
যেথা রবে বিনিময়।

তোমারই জলের ডাকে-
এইতো এসেছি ছুটে,
পরাণ জুড়াতে তাপস-
তোমায় ছুঁতে নাহি বাঁধা যেন হয়?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০৫/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast