www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সুখ পাগল

সুখ পাগল
আব্দুল কাদির মিয়া
============
সাগর সমুদ্র খোঁজে
গহীনের জল রাশি-
খোঁড়ে মাটি পাহাড়ের সমতল।

খোঁজে কারে দলবলে-
খন্তা শাবল মেরে,
ঘাম ঝরা জহরির মনোবল,
খোঁড়ে মাটি পাহাড়ের সমতল।

কাটে ঘুম কাটে রাত-
ভাবনার বসে হাট,
কাটে দিন খেটে শত ক্লান্ত।

সেথা জীবনের একদিন ও
মুহূর্ত করে ধ্যান-
দেখিনি তাঁর শেষ কবে ক্ষান্ত।

পৃথিবীরে তোর নেই ঘুম-
নেই অবসাদ,
খুলে দিলি সবই দোর-
মমতার পিঞ্জরে,
মোরা বাঁধা পড়ে হয়েছি বিভোর।

ভুখ মজে পসরাতে-
সাধে সাধ নিয়ে তাতে,
তেন ঘিরে আছে চারিদিক-
খেতে ডাকে বিনোদিনী,
নেই আজই এই ক্ষণে-
সময়ের কিছু বাকি,
মেলা ভোগ ছুটে সবই-
হয় যদি তামাদি।

আজই রক্তের নেশা ধরা-
বিত্তের জ্যোতি চূড়া,
এই শুধু জীবনের খেলাঘর।

পৃথিবীরে তোর নেই ঘুম-
নেই অবসাদ,
খুলে দিলি সবই দোর-
মমতার পিঞ্জরে,
মোরা বাঁধা পড়ে-
হয়েছি বিভোর।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৩৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৫/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast