www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পিছু ভুলোনা

পিছু ভুলোনা
আব্দুল কাদির মিয়া
===========
পিছু ভুলোনা
তুমি বুকে গড়া আঁখিজল ফেলোনা।
কান্নাটা যদি ভালো লাগে সেই-
ওগো কপালের দোষ মিছে দিওনা,
তুমি বুকে গড়া আঁখিজল ফেলোনা।

পেলে কি সেই জীবনের একদিন-
ছিলে যখন আমারই হৃদয়ে,
চোখে চোখ রাখিলেই যেন সব-
ব্যথাগুলো মুছে যেতো মিলিয়ে।

সেই চোখে কেন আজ-
দেখি শুধু এক নীল অচেনা,
বিষাদের ঝড় তুলে-
দিবা কি নিশুতি কোলে,
আমার মৃত্যুটা যেন তাঁরই কামনা।

কি দোষ করেছি আমি-
একবার বলো যদি,
সেই নাকি ছিলো সবই-
তোমার ছলনা।

পিছু ভুলোনা-
তুমি বুকে গড়া আঁখিজল ফেলোনা।
পদ্ম ভাটিতে আজই-
পূর্ণি শশিতে মেলা,
মনে পড়ে পাকুড়ের তল?

যেতে সেথা কিছু হেঁটে,
চপ্পলের বোঁটা ছুটে,
শুখা নদে ছিলো কিছু জল।
সেতো পার হতে নিজেই তরী-
সেজে তোমায় বুকে করে,
আজ স্মৃতি সেতো-
আমাকে কাঁদায়।

তবু হতাশার নিরাশারে-
ডাকে সেই পাকুড় শিকড়ে,
বারেবারে কেন জানিনা।

পিছু ভুলোনা-
তুমি বুকে গড়া আঁখিজল ফেলোনা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪১৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৫/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast