সুলতান মাহি
সুলতান মাহি
আব্দুল কাদির মিয়া
=============
মাগো ও মা-
কই যাও মোরে ফেলে,
আমি তানজিব বিন সুলতান মাহি,
দেখোনা চোখটি মেলে।
আমার মায়া করলেনা তুমি-
বাবার কবর হলে,
দশ দিনেই বাবার কাছে-
গেলে আমায় ফেলে?
ও মা-
আমি মাহি ডাকি-
তুমি কি শুনতে পাও?
আজ কয়দিন হলো খাইনি কিছু-
দাওনা কিছু দাও।
আমি দেবোনা তোমায়-
কোথাও যেতে,
আমার শোবার ঘরে-
থাকবে তুমি ঘুম পারানো-
আমার মৃত্যু ধরে।
মাগো-
বাবার চোখে অঝোর কান্না-
বলছে আমায় ডেকে,
মাহি ভয় করিসনা-
অনাথ বুকে-
আমরা দুজন দেখবো তোকে।
জীবন চলার প্রান্ত-কূলের-
অনেক কাছে থেকে।
আব্দুল কাদির মিয়া
=============
মাগো ও মা-
কই যাও মোরে ফেলে,
আমি তানজিব বিন সুলতান মাহি,
দেখোনা চোখটি মেলে।
আমার মায়া করলেনা তুমি-
বাবার কবর হলে,
দশ দিনেই বাবার কাছে-
গেলে আমায় ফেলে?
ও মা-
আমি মাহি ডাকি-
তুমি কি শুনতে পাও?
আজ কয়দিন হলো খাইনি কিছু-
দাওনা কিছু দাও।
আমি দেবোনা তোমায়-
কোথাও যেতে,
আমার শোবার ঘরে-
থাকবে তুমি ঘুম পারানো-
আমার মৃত্যু ধরে।
মাগো-
বাবার চোখে অঝোর কান্না-
বলছে আমায় ডেকে,
মাহি ভয় করিসনা-
অনাথ বুকে-
আমরা দুজন দেখবো তোকে।
জীবন চলার প্রান্ত-কূলের-
অনেক কাছে থেকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৮/০৪/২০২২ধন্যবাদ
-
ফয়জুল মহী ১৮/০৪/২০২২অনন্য সুন্দর শব্দচয়ন,
-
রূপক কুমার রক্ষিত ১৭/০৪/২০২২ভালো লাগলো
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৭/০৪/২০২২মর্মান্তিক।
-
আব্দুর রহমান আনসারী ১৬/০৪/২০২২অনুপম
-
সাইয়িদ রফিকুল হক ১৬/০৪/২০২২ভাল।