কুসুম জ্যোতি
কুসুম জ্যোতি
আব্দুল কাদির মিয়া
===========
লিখতে যে চাই ভাবের কথা
ভাষা খুঁজে নাহি পাই,
লিখবো যাহা শুধুই খালি-
বলতে নারি বর্ননায়
সব চলে যায় সব মিশে যায়-
পৃথিবীটা নাহি পাই,
দেখি আমি ভাব খেয়ালে-
নিজেও নিজের কিছুই নাই।
তবুও দেখি আছি যেন-
খেয়ালেতে শুধু সেই,
আকাশ ও মাটির মধ্যভাগে-
শূন্যে থাকা দেখি যেই।
নয়ন খোলা দৃষ্টিপাতে-
সেও আবরণের সং,
ভাবুক চোখে পায় খুঁজে সেই-
কুসুম জ্যোতির অগনন।
আব্দুল কাদির মিয়া
===========
লিখতে যে চাই ভাবের কথা
ভাষা খুঁজে নাহি পাই,
লিখবো যাহা শুধুই খালি-
বলতে নারি বর্ননায়
সব চলে যায় সব মিশে যায়-
পৃথিবীটা নাহি পাই,
দেখি আমি ভাব খেয়ালে-
নিজেও নিজের কিছুই নাই।
তবুও দেখি আছি যেন-
খেয়ালেতে শুধু সেই,
আকাশ ও মাটির মধ্যভাগে-
শূন্যে থাকা দেখি যেই।
নয়ন খোলা দৃষ্টিপাতে-
সেও আবরণের সং,
ভাবুক চোখে পায় খুঁজে সেই-
কুসুম জ্যোতির অগনন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৮/০৪/২০২২ধন্যবাদ
-
বোরহানুল ইসলাম লিটন ১৪/০৪/২০২২অনন্য অনুভবের ছোঁয়া!
-
আব্দুর রহমান আনসারী ১৪/০৪/২০২২অনুপম
-
সাইয়িদ রফিকুল হক ১৩/০৪/২০২২ভালো।