www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সামিয়া আফরান

সামিয়া আফরান
আব্দুল কাদির মিয়া
===========
কত কথার মাঝে
কত চলার ভাজে-
কত মেলামেশা অকারণ।

কিছুই নাহি দেখি-
কিছুই নাহি বুঝি,
কি আছে তাঁর দায়ী বিবরণ।

ঐ কেরানীর কলে-
সবে কথা বলে-
সেতো নথি গাঁথা কাঁধেরই দু-কূল,
ওরা কর্ম ফলন টেনে-
বদ নেকি জনে জনে,
তুলে যায় নিজ নিজ,
ছাপে নির্ভূল।

কভু নাহি চাহি ফিরে-
মোরা হেঁটে কতদূর,
নাহি দেখে চোখে-
চির নিথরের কুঁড়,
কোথা আর আছে কত বাকি।

সেই ঠিকানার পাড়-
যেতে একবার,
শেষ ঝুমঝুমে দেখে কিছু-
সবই যেন ফাঁকি।

সেথা ফেলে কিছু জল চোখ-
হত নিরাশার ভিড়ে,
তবু পায় কিছু বল মন-
নতুনে সে ফিরে,
যেন মুচি বাতি জ্বলনের শেষ।

ঐ গলিত মোমের রসে-
সলতে সেই পড়ে ধ্বসে,
হয় যেন ঠিক সেই-
জ্বলনের বেশ।

তবু জীবন নাহিত মানে-
ফুরিয়েছি কিসে ক্ষনে,
সেতো আজ বেলা শেষে রাত-
প্রভাতে সে কাল।

চাহে জেগে যেন উঠে রবি-
জীবনের প্রতিচ্ছবি,
দেখি যেন মুছে কালো-
তারা ঝলমল।

হেন তাড়া ধরে পথ-
কেউ রথে কারো ক্ষত,
কারো বুকে শত আশা-
জ্বলে মনে মনে।

বলে কথা বায়ূকলে-
কেউ সুরে হেলেদুলে,
কেউ চোখ মুছে তাঁরই-
বিবেকেরই সনে।

সেথা কেউ হাসে কেউ কাঁদে-
এইতো জীবন।

যেন গাঁথিয়া স্বপন মালা-
বিষাতে স্বজন জ্বালা,
রেখে চলেগেলো সেই-
সামিয়া আফরান।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৩৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৪/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast