খেকো ভিটে মাটি
খেকো ভিটে মাটি
আব্দুল কাদির মিয়া
=============
মনের দুয়ারে আজই শঙ্কার তালা
চাবির বুটাতে দড়ি-
জিভ মুখে নাড়া নাড়ি,
সেতো দন্ত পেষনে মজে-
অসহ জ্বালা।
মনের দুয়ারে আজই শঙ্কার তালা।
ঐ যেন শুনি কত নিধনের ডাক-
মৃত্যু দুয়ারে বসে-
বিবেক মরিয়া হাসে,
শত চোখে দেখে হত-
কত আর হবে ক্ষত,
চেয়ে ঘাত মন আজই-
শুধু নির্বাক।
তবে পায়ে পায়ে চলে-
যাই পিছু ফেলে,
সেথা বলি যদি আসি-
দেখি মরনের বাঁশি,
বাজে অন্তরে উথলে সে-
বিবেকের হাক।
যায় বেলা যায় দিন-
কত আর হবে ঋন,
এই চোখ এই অন্তর।
সবই আজই এলোমেলো-
হিসেবের পথগুলো এঁকেবেঁকে,
অলসের জবু মন্থর।
হেন দাবির চাবুক-
তেজি অর্শ্বের খুরে,
আজই ক্ষিপ্ত দাপটে চলে-
হয় ডুবি নয় পাড়ে।
কু আইল বাঁধা কঙ্করে,
ঘর্ষণ ফুলিঙ্গে যেন-
সবই চুরমার।
সেই বুঝি ধরে সাজ-
বিধান গগনে আজই,
নিদানের ঝড় বিধি যম।
এলো যেন চুপিসারে-
ঢের মেলা দম ধরে,
তাঁরই বিজলী আধারে দেয়া-
দেখি ডাকে গুরগুর।
আহা সেই দিনগুলো স্মৃতি-
আজও নাহি ভুলে,
হাতে হাত ধরা কভু মায়ের কোলে।
নাহি বাদ সংশয়-
বিবাদের কোন ভয়,
যারই ভিটে তাঁরই রয়-
সেথা অঢেল সোহাগ ঢেলে-
নিশির জোনাকি তলে,
আদরে সে রুপকথায়-
ডেকেছিলো মা।
আয় আয় চাঁদ মামা-
টিপ দিয়ে যা,
চাঁদের কপালে চাঁদ-
টিপ দিয়ে যা।
নেই আজ সেই দিন-
সেই ক্ষন কাল,
যেন বসন্ত বাতাসে উড়ে-
শ্মশানের লাল।
চোখ দেখে দেখেনা সে
শ্রবণে কালা
তপ্ত সহেনা বুকে-
অন্তর জ্বালা,
উহু বলে প্রাণে ভয়-
মুখ বুজে নাহি সয়,
মনের দুয়ারে আজই-
শঙ্কার তালা।
আব্দুল কাদির মিয়া
=============
মনের দুয়ারে আজই শঙ্কার তালা
চাবির বুটাতে দড়ি-
জিভ মুখে নাড়া নাড়ি,
সেতো দন্ত পেষনে মজে-
অসহ জ্বালা।
মনের দুয়ারে আজই শঙ্কার তালা।
ঐ যেন শুনি কত নিধনের ডাক-
মৃত্যু দুয়ারে বসে-
বিবেক মরিয়া হাসে,
শত চোখে দেখে হত-
কত আর হবে ক্ষত,
চেয়ে ঘাত মন আজই-
শুধু নির্বাক।
তবে পায়ে পায়ে চলে-
যাই পিছু ফেলে,
সেথা বলি যদি আসি-
দেখি মরনের বাঁশি,
বাজে অন্তরে উথলে সে-
বিবেকের হাক।
যায় বেলা যায় দিন-
কত আর হবে ঋন,
এই চোখ এই অন্তর।
সবই আজই এলোমেলো-
হিসেবের পথগুলো এঁকেবেঁকে,
অলসের জবু মন্থর।
হেন দাবির চাবুক-
তেজি অর্শ্বের খুরে,
আজই ক্ষিপ্ত দাপটে চলে-
হয় ডুবি নয় পাড়ে।
কু আইল বাঁধা কঙ্করে,
ঘর্ষণ ফুলিঙ্গে যেন-
সবই চুরমার।
সেই বুঝি ধরে সাজ-
বিধান গগনে আজই,
নিদানের ঝড় বিধি যম।
এলো যেন চুপিসারে-
ঢের মেলা দম ধরে,
তাঁরই বিজলী আধারে দেয়া-
দেখি ডাকে গুরগুর।
আহা সেই দিনগুলো স্মৃতি-
আজও নাহি ভুলে,
হাতে হাত ধরা কভু মায়ের কোলে।
নাহি বাদ সংশয়-
বিবাদের কোন ভয়,
যারই ভিটে তাঁরই রয়-
সেথা অঢেল সোহাগ ঢেলে-
নিশির জোনাকি তলে,
আদরে সে রুপকথায়-
ডেকেছিলো মা।
আয় আয় চাঁদ মামা-
টিপ দিয়ে যা,
চাঁদের কপালে চাঁদ-
টিপ দিয়ে যা।
নেই আজ সেই দিন-
সেই ক্ষন কাল,
যেন বসন্ত বাতাসে উড়ে-
শ্মশানের লাল।
চোখ দেখে দেখেনা সে
শ্রবণে কালা
তপ্ত সহেনা বুকে-
অন্তর জ্বালা,
উহু বলে প্রাণে ভয়-
মুখ বুজে নাহি সয়,
মনের দুয়ারে আজই-
শঙ্কার তালা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ০৫/০৪/২০২২ভালো লাগলো!
-
আব্দুর রহমান আনসারী ০৩/০৪/২০২২চমৎকার
-
অভিজিৎ হালদার ০৩/০৪/২০২২ভালো ভাবধারার বহিঃপ্রকাশ।
-
সাইয়িদ রফিকুল হক ০৩/০৪/২০২২ভাল।