আমার ভাসাই ডিঙ্গা খানি
আমার ভাসাই ডিঙ্গা খানি
আব্দুল কাদির মিয়া
================
মিষ্টি রঙের শাড়ী পড়া রে
পায়ে আলতা হাতে মেহেদী রে-
ভরা টুব টুব সুন্দরে চার কূল।
ইশ!
পারতাম যদি আমি দিতাম তাঁরে-
একটা গোলাপ ফুল।
চায় কেমনে মায়া ভরা চোখ-
হাসলে ঝরে মানিক চাঁদমুখ।
নাকটা যেন তির কাঁটিতে ঘরা-
মৌ পাপিয়া।
ইশ!
পারতাম যদি আমি দিতাম তাঁরে-
নামটা নদীয়া।
হাঁটলে চপল হাওয়ায় দোলে রে।
নাচলে ঝুমুর ধিতাং তালে রে।
লাগে পরী বানু নাহার গুল।
ইশ!
পারতাম যদি আমি দিতাম তাঁরে-
খোঁপায় গাঁদা ফুল।
আউলা চুলে নদীর ধারে যায়-
বাউলা সুরে পিরিতির গান গায়।
দোলে কোমড় ছেড়ে মাথার বেণী।
ইশ!
পারতাম যদি আমি লইয়া তাঁরে-
আমার ভাসাই ডিঙ্গা খানি।
আব্দুল কাদির মিয়া
================
মিষ্টি রঙের শাড়ী পড়া রে
পায়ে আলতা হাতে মেহেদী রে-
ভরা টুব টুব সুন্দরে চার কূল।
ইশ!
পারতাম যদি আমি দিতাম তাঁরে-
একটা গোলাপ ফুল।
চায় কেমনে মায়া ভরা চোখ-
হাসলে ঝরে মানিক চাঁদমুখ।
নাকটা যেন তির কাঁটিতে ঘরা-
মৌ পাপিয়া।
ইশ!
পারতাম যদি আমি দিতাম তাঁরে-
নামটা নদীয়া।
হাঁটলে চপল হাওয়ায় দোলে রে।
নাচলে ঝুমুর ধিতাং তালে রে।
লাগে পরী বানু নাহার গুল।
ইশ!
পারতাম যদি আমি দিতাম তাঁরে-
খোঁপায় গাঁদা ফুল।
আউলা চুলে নদীর ধারে যায়-
বাউলা সুরে পিরিতির গান গায়।
দোলে কোমড় ছেড়ে মাথার বেণী।
ইশ!
পারতাম যদি আমি লইয়া তাঁরে-
আমার ভাসাই ডিঙ্গা খানি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ০২/০৪/২০২২সুন্দর অনুভূতির বিচ্ছুরণ।
-
ফয়জুল মহী ০১/০৪/২০২২বাহ্ খুব সুন্দর লিখেছেনl
-
আব্দুর রহমান আনসারী ০১/০৪/২০২২অনুপম
-
সাইয়িদ রফিকুল হক ৩১/০৩/২০২২ভালো লাগলো।
-
এম এম হোসেন ৩১/০৩/২০২২সুন্দর
-
আব্দুর রহমান আনসারী ৩১/০৩/২০২২বেশ ভালো