www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমার ভাসাই ডিঙ্গা খানি

আমার ভাসাই ডিঙ্গা খানি
আব্দুল কাদির মিয়া
================
মিষ্টি রঙের শাড়ী পড়া রে
পায়ে আলতা হাতে মেহেদী রে-
ভরা টুব টুব সুন্দরে চার কূল।

ইশ!
পারতাম যদি আমি দিতাম তাঁরে-
একটা গোলাপ ফুল।

চায় কেমনে মায়া ভরা চোখ-
হাসলে ঝরে মানিক চাঁদমুখ।
নাকটা যেন তির কাঁটিতে ঘরা-
মৌ পাপিয়া।

ইশ!
পারতাম যদি আমি দিতাম তাঁরে-
নামটা নদীয়া।

হাঁটলে চপল হাওয়ায় দোলে রে।
নাচলে ঝুমুর ধিতাং তালে রে।
লাগে পরী বানু নাহার গুল।

ইশ!
পারতাম যদি আমি দিতাম তাঁরে-
খোঁপায় গাঁদা ফুল।

আউলা চুলে নদীর ধারে যায়-
বাউলা সুরে পিরিতির গান গায়।
দোলে কোমড় ছেড়ে মাথার বেণী।

ইশ!
পারতাম যদি আমি লইয়া তাঁরে-
আমার ভাসাই ডিঙ্গা খানি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৪৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০৩/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast