www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জুব্বুল হোযন

জুব্বুল হোযন
আব্দুল কাদির মিয়া
=============
কিহে চেরাগ
কেন এতো ক্ষীণ তোমার আলো?

জ্বালানির তেজে কি সেই-
আছে কিছু কালো?

নহে যদি সত্য সে সত্যের ছবি,
অন্তর ব্যথিত সেই-
হয়তো ঐ সবই।

একবার বলো ওহে-
আমি নিখুঁতের বাতি,
যারই শত পুড়েও জ্বলনিতে-
নাহি কমে গতি।

চেরাগ বলে হে তুমি-
অপরের তরে,
বারুদের ঘর্ষণে জ্বলে উঠো ধরে।

পরের জীবন চুষে থাকো থোরা বেঁচে-
তাঁরই জ্বালা পোড়া নিঃশেষে-
নিভো সবই শুষে।

তোমার দীপ্ত হাসিতে হেন-
নাহি আছে ডর,
কারো ব্যাথায় ব্যথিত-
তেন নেই অন্তর।

দেখো আমার ললাট জুড়ে-
শিকলের বেড়,
সেতো কণ্ঠে জড়িয়ে আছে-
যুগ যুগ ওপর।

ওহে সোনায় খচিত আমার-
তনু কায়া ঘরে,
রাজ জলসা মহলে তোখড়-
আলো তুলি ধরে।

যেথা নর্তকী যৌবনের-
শত তুলে ধার,
ঝুমুর ঝুমুর তালে-
করে নিশিপার।

তবে আমি শ্রুতি কানে-
গভীরে সেই ধ্যান মনে,
শুনি গগন বিদারি ডাকে-
ওহে চেরাগি আগুন।

যত আলো জ্বালো তুমি-
সবই জ্বলার যম আমি,
নরক পুড়িবো আমিই-
জুব্বুল হোযন।

তাই তনু অন্তরে-
কেঁপে উঠে থরথরে,
ওহে নিখুঁতের বাতি।

আমিও আমার ঘরের-
জ্বালা সবই সেই ডরে,
ক্ষমার কাকুতি মেগে-
আর নাহি মাতি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৮৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৩/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast