www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ঐসে কালো পাহাড়

ঐসে কালো পাহাড়
আব্দুল কাদির মিয়া
===========
ঐসে কালো পাহাড়
যার অদৃশ্য সিপাহীর হাতে-
মৃত্যু পতাকা।

গভীর অন্ধকারে যুদ্ধাঅর্শ্বে চারণ-
নিশ্চুপ পদধ্বনিতে যেন,
দুয়ারে নাড়ছে কড়া,
উঠো হে শয্যাশায়ী দেরি সইছেনা আর-
আমিতো জবুথবু এমনিতে নেই ঘুম-
শুধু একাত ওকাত ফিরে,
ঘড়ির কাঁটাটা চুপি দেখি বার বার।

হয়তো একটু পরেই সেই-
সুশীল সূর্যটা,
সেই রক্তিম ঝলমল ছড়িয়ে-
পূব আকাশের গহীনে ডুবন্ত,
সবই বাঁধাগুলো পেরিয়ে-
তাঁরই মুক্তির বার্তা দিয়ে,
পৃথিবীর বুকে ছড়াবে এক-
নির্মল উদ্দীপনার আনন্দ হিল্লোল।

আমার নিদ্রাহীন চোখ দুটি-
এখনই জাগবে হয়তো,
অসহায় অক্ষম এক দীর্ঘনিশ্বাসে-
ব্যার্থতার এক আতঙ্কের ছবি রেখে-
আমার মুখের রক্ত বহমান-
স্রোত কূলে,
দাবীর সেই দায়হীন এক ভয়ানল।

সেথা ডুবি ডুবি দেখি চেয়ে-
বাঁচি বাঁচি হাতে বেয়ে,
অথৈয়ে সে নেড়ে দুটি পা।

নেই কোনো ধরি তাঁরে-
যাই বেঁচে উঠি পাড়ে,
কাটে বেলা যায় দিন-
শুধু বোঝা বাঁধি ঋণ,
বেড়ে তো সে তাপদাহে-
আঁতে উঠে ঘা।

তবু ভক্তি আমার রিক্ত হাতে-
নিঃস্ব পুড়ুনি ব্যাথার অশ্রু পাতে,
ধরা নিশ্বাসের ধুনি দাবানল।

ধুকে ধুকে জ্বলে বুক-
নিজেই নিজেকে হাকে,
দেখো ছেঁয়ে আসা কালো ঝড়-
চারদিক ঘিরে।

ওরা একে একে তুলে ফনা-
ছোবলের শিস টানা,
নীল কালো জিভে আল-
এলো যেন তেড়ে।

তুমি দেখো হে পৃথিবী-
আমার জীবনের সাঁই।

আছো নিশ্বাসে তুমি-
আমার বিশ্বাসেও তুমি,
আছো আব,আতশ,খাক,বাদে-
আর কিছু নাই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৫৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৩/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast