www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বারো ঘর পাড়ি

বারো ঘর পাড়ি
আব্দুল কাদির মিয়া
=============
অনেক ক্ষুধার্ত আমি
পথের ধারে বাগিচার কলা-
খেয়েছি লুকিয়ে।

মুচড়ে মুচড়ে নিয়েছি কিছু-
ভাবিনি মনে জাগেওনি একবার,
আমি বেবিচারি প্রতারক নির্লজ্জ-
স্বার্থপর উদাসী এক সীমাহীন দূরন্ত-
আমি যে কারো কাছে কিছু হলেও ঋণী।

কাগজ কুড়িয়েছি ময়লার স্তুপে-
ভাগাড়ে কুড়িয়েছি খালি বোতলের ঝুটা।

জুতার ফিতাতে বেঁধে পচনের দঁড়ি-
তাড়া বিক্রিতে প্রভাতেই ছুটা।
তবে ঘড়ির কাঁটাটি নাকি-
উঠে দশ ঘরে,
ছিলো ভয় প্রাণে কাঁপা-
সেই ডরে ডরে-
কুঁচকেনি নাকে ঘিন সবলের শ্বাস।

এমনিতে বেয়ে আমি জীবনের নেয়ে-
একদিন একবেলা হয়তো না খেয়ে,
জমিয়েছি পাড়ি দমে দমে ধরি,
দিয়ে এক দুই তিন নয়-
দশ ঘরে পাশ।

নহে ভার সহে আর-
আর নাহি সয়।
তবু মন নাহি বুঝে-
মিছে কথা কয়।

সেতো আজও চেলে দাবা বোড়ে-
ডাকে মোরে ভবঘুরে,
ওহে তুমি চোখ মেলে-
দেখো একবার।

তোমার খুচি ধরা মুখ ভরা-
গজিয়েছে কেন ওরা?
ফের বসা কেন বারো ঘর-
কমলের পাড়?

যে তুমি চাও ফিরে ফিরে-
আমি দেখি চুপিসারে,
ঐ চকচকে ধরা নাম-
ভবনের মাঝে।

সেই নিরাশার ঝড়ে-
কেঁপে থরথরে,
যেন সদ্য পাখির শাবক-
যেতে চায় নীড়ে।

ভিজিয়েছো পর জামা-
চেয়ে টেয়ে আনি,
সেতো কমল স্পর্শে নহে-
শুধু চোখ ফোঁটা জানি।

ওহে মিথ্যা বলিনা আমি-
জীবনের তরে-
যদি সত্যের একফোঁটা সিন্ধু আধারে।

শত ডুবেও একবার ভেসে তাঁর নূর,
তাঁরই আলোর গতিতে-
পথ চলে যতদূর।

সেথা হোঁচটের নাহি ভয়-
বেয়ে যেতে সিঁড়ি,
তবে রবে কিসে কোনো বাঁধা?
বারো ঘর পাড়ি?

তুমি মোর সেই বল-
রেখো ধরে জোরে,
মুছে নাও চোখ দুটি-
আমি সত্যই ধরিবো আঁটি,
দেখো তের ঘরও রবে জয়ে-
বারো ঘর ছাড়ি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৪২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০২/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast