www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ওগো শিমুল

ওগো শিমুল
আব্দুল কাদির মিয়া
=============
ওগো শিমুল তুমি আর যেওনা
ঋতুর তাড়া পেয়ে,
আবার আসবে কবে উদাস মনে-
স্মৃতির বাঁধন স্বপন নিয়ে,
তুমি এলেই যেন রাত পোহালে-
ঘুরি বনে গিয়ে।

আসলে তুমি কোকিল আসে-
কুহু ডাকে হৃদয় ভাসে,
সব ভুলে যাই মনের জ্বালা-
ফাল্গুনী সেই দলে।

সব সখীদের হলুদ সাঁজে-
খোপায় ধরা ফুলের মাঝে,
আমি পাই খুঁজে এই বঙ্গ মাটির-
শ্যামল আদর বুঝে।

মিঠে সেই-
সোহাগ হাওয়া অল্প জোরে-
নৃত্য দোলন উড়ায় উড়ে,
তুললো খেপন বন-বাদাড়ে-
থোরাই হিমেল ছোঁয়া।

আমার লোচন দুটি তোমার মায়ায়-
চেয়েই থাকে সুখের হাওয়ায়,
তুমি দুলছো কেমন কুহু কুহু-
সেই ভোরের স্নিগ্ধ পোহা।

ওগো শিমুল আর যেওনা-
তোমার সোহাগ ছড়া ডালে,
হলুদ ডানার কুটুম ময়না-
মাঝ রাঙা সই এলে।

আমি বলবো কথা ওদের সাথে-
হৃদয় ঢালা মধুর স্রোতে,
দুপুর হেলান অরুণ কাতে,
আরোও মনের বাঁশির সুর লহরায়-
চাঁদনি অঝোর রাতে।

এই ফাল্গুনে বসন্ত কাল-
তুমি বিন্নি ফুটায় সব লালে লাল,
তোমার শাখায় বইছে মেলা-
তাইতো ডানায় উড়া ধরে।

দূর দূরন্ত অচিনপুরের-
সব পাখিকূল আসন গেড়ে,
কিচির মিচির রব কাকলি-
আমার পরান কাড়ে।

ওগো শিমুল তুমি আর যেওনা-
এই উজান ভাটির দেশে,
সবার বুকেই তোমার সোহাগ-
তোমায় অঢেল ভালোবেসে।

এই মাটিতেই কাঁসি কীর্তন-
মধুর আজান ধ্বনি,
প্রভাত জাগে কৃষাণ ঘরে-
ঢেঁকির ধুমুল শুনি।

যেথা গাউছ কুতুব বটের সাধু-
আউলিয়াদের মেলে,
বাউল মজে একতারাতে-
চোখের পানি ফেলে।

সেথা নেই ভেদাভেদ-
সব অন্তরেই মায়ায় আছে ছেয়ে,
শিমুল তুমি আর যেওনা-
ঋতুর তাড়া পেয়ে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৬৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০২/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast