নাতে রাসূল
নাতে রাসূল
আব্দুল কাদির মিয়া
=============
অন্তর খুলে মনের দোয়া
সবার জন্মদিনে,
হে বিধাতা ভালো রেখো-
সবার দীন ও মানে।
আমার জন্মদিন গুলো সব-
অতীত খাতার বুকে,
ওরা পায়নি প্রকাশ-
একটি দিনও,
তবুও নেই কোনো সেই দুঃখে।
ওরা বলছে আমায় ওহে তুমি-
কার ঘরেতে থাকো?
যার তরে নিজ জীবন পেলে-
এই পৃথিবী মাটি ও জলের,
ওদের জন্ম ও ভেদের যে মূল-
তাঁর খবর কি রাখো?
ঐ সে নূরের ঝলক ছড়া-
এই নিখিল আর সবুজ গড়া,
জন্ম যে তাঁর নূর পেষাণে-
পাক বিধাতার দান।
হে মহীয়ান তোমার তরে-
হাজার দুরুদ লাখো সুরে,
জন্ম তোমার শত সালাম-
শুভ জন্মদিন গো তোমার,
শুভ জন্মদিন।
নেই তুমি আজ ওগো সখা-
পাইনি বলে তোমার দেখা,
সব বাগিচার ফুল।
টগবগে সব ফুটলো কলি-
খুশবুতে তাঁর হৃদয় খুলি,
বলছে আমায় কানে কানে-
আমার ভাবনাতে সব ভুল।
তুমিই ধরা গগন তারা-
ঐ সাগর তরঙ্গ ধরা,
আরশ কুরসি স্বর্গ নহর-
প্রভাত জাগা ভোরে।
নিশির কোলে চাঁদের শশি-
পূব গগনের রঞ্জন হাসি,
সবাই তোমার একসুরে সুর-
মধুর দুরুদ পড়ে।
ভুবনধারী তবুও তোমার-
হাজার চির ঋন।
হে মহীয়ান তোমার তরে-
হাজার দুরুদ লাখো সুরে,
জন্ম তোমার জানাই সালাম-
শুভ জন্মদিন গো তোমার,
শুভ জন্মদিন।
আব্দুল কাদির মিয়া
=============
অন্তর খুলে মনের দোয়া
সবার জন্মদিনে,
হে বিধাতা ভালো রেখো-
সবার দীন ও মানে।
আমার জন্মদিন গুলো সব-
অতীত খাতার বুকে,
ওরা পায়নি প্রকাশ-
একটি দিনও,
তবুও নেই কোনো সেই দুঃখে।
ওরা বলছে আমায় ওহে তুমি-
কার ঘরেতে থাকো?
যার তরে নিজ জীবন পেলে-
এই পৃথিবী মাটি ও জলের,
ওদের জন্ম ও ভেদের যে মূল-
তাঁর খবর কি রাখো?
ঐ সে নূরের ঝলক ছড়া-
এই নিখিল আর সবুজ গড়া,
জন্ম যে তাঁর নূর পেষাণে-
পাক বিধাতার দান।
হে মহীয়ান তোমার তরে-
হাজার দুরুদ লাখো সুরে,
জন্ম তোমার শত সালাম-
শুভ জন্মদিন গো তোমার,
শুভ জন্মদিন।
নেই তুমি আজ ওগো সখা-
পাইনি বলে তোমার দেখা,
সব বাগিচার ফুল।
টগবগে সব ফুটলো কলি-
খুশবুতে তাঁর হৃদয় খুলি,
বলছে আমায় কানে কানে-
আমার ভাবনাতে সব ভুল।
তুমিই ধরা গগন তারা-
ঐ সাগর তরঙ্গ ধরা,
আরশ কুরসি স্বর্গ নহর-
প্রভাত জাগা ভোরে।
নিশির কোলে চাঁদের শশি-
পূব গগনের রঞ্জন হাসি,
সবাই তোমার একসুরে সুর-
মধুর দুরুদ পড়ে।
ভুবনধারী তবুও তোমার-
হাজার চির ঋন।
হে মহীয়ান তোমার তরে-
হাজার দুরুদ লাখো সুরে,
জন্ম তোমার জানাই সালাম-
শুভ জন্মদিন গো তোমার,
শুভ জন্মদিন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ০৯/০৩/২০২২চ্মক্প্রদ নাতে রাসুল। অভিনবত্বে ভরপুর।
-
আলমগীর সরকার লিটন ১১/০১/২০২২খুব সুন্দর ফুটে তুলেছেন
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১১/০১/২০২২সুন্দর প্রকাশ।
-
ফয়জুল মহী ১০/০১/২০২২চমকপ্রদ উপস্থাপন