আজ তুমি কত দূরে
আজ তুমি কতদূরে
আব্দুল কাদির মিয়া
=============
এত আশা ভালোবাসা
বেঁচে থাক চিরকাল।
ওগো মন তুমি ভরে দিও মোরে-
পৃথিবীর সবই ভালোবাসা।
আমি আছি রবো পাশে,
দুঃখে সুখে কেঁদে হেসে।
চাওয়া ফুরাবেনা মোর-
প্রান প্রদীপ নিভিলে চির,
হৃদয়ের সবটুকু দিতে।
আমি হাত বাড়িয়ে তোমায়-
ডাকবো তবু-
যদিও না পাও দেখতে মোরে,
আশাগুলো কেন আজই-
হলো ধূলো মল।
এই সে তুমি এইযে আমি,
পাহাড়ের বুক ভেসে জল-
যেন ঝরে পড়ে ঝরা সুর,
পাথর বাহিয়া সেথা-
হাতে ধরা তুমি চাঁদ ফুল।
নাহিগো সরাতে পারে-
হৃদয় মহনা জুড়ে,
আমি ঘর তুমি যে তাঁর দোরে।
ঐ সবই স্মৃতিগুলো-
যেন আজ এলোমেলো,
আকাশের তারা তুমি-
মাটির পৃথিবী আমি,
অবুঝ পরাণ নীরব কাঁদিয়া মরে-
জ্বলেনা তো আর সন্ধ্যা প্রদীপ,
আমার পৃথিবী খানি জুড়ে।
শোনাবেনা আর কেউ-
ঐ কোনো গান,
মেঘ চোখে পড়ে সুরে সুরে-
আমি জানিগো-
তুমি জ্বালিবে সে দীপ।
নিশির আকাশে ডেকে মোরে।
আমি চেয়ে চেয়ে রাত ফুরাবে সবই-
তারায় তারায় মিশে তোমারই ছবি-
দেখে হৃদয় মনেতে শেষ জনম ধরে-
আজ তুমি কত দূরে।
(গান)
আব্দুল কাদির মিয়া
=============
এত আশা ভালোবাসা
বেঁচে থাক চিরকাল।
ওগো মন তুমি ভরে দিও মোরে-
পৃথিবীর সবই ভালোবাসা।
আমি আছি রবো পাশে,
দুঃখে সুখে কেঁদে হেসে।
চাওয়া ফুরাবেনা মোর-
প্রান প্রদীপ নিভিলে চির,
হৃদয়ের সবটুকু দিতে।
আমি হাত বাড়িয়ে তোমায়-
ডাকবো তবু-
যদিও না পাও দেখতে মোরে,
আশাগুলো কেন আজই-
হলো ধূলো মল।
এই সে তুমি এইযে আমি,
পাহাড়ের বুক ভেসে জল-
যেন ঝরে পড়ে ঝরা সুর,
পাথর বাহিয়া সেথা-
হাতে ধরা তুমি চাঁদ ফুল।
নাহিগো সরাতে পারে-
হৃদয় মহনা জুড়ে,
আমি ঘর তুমি যে তাঁর দোরে।
ঐ সবই স্মৃতিগুলো-
যেন আজ এলোমেলো,
আকাশের তারা তুমি-
মাটির পৃথিবী আমি,
অবুঝ পরাণ নীরব কাঁদিয়া মরে-
জ্বলেনা তো আর সন্ধ্যা প্রদীপ,
আমার পৃথিবী খানি জুড়ে।
শোনাবেনা আর কেউ-
ঐ কোনো গান,
মেঘ চোখে পড়ে সুরে সুরে-
আমি জানিগো-
তুমি জ্বালিবে সে দীপ।
নিশির আকাশে ডেকে মোরে।
আমি চেয়ে চেয়ে রাত ফুরাবে সবই-
তারায় তারায় মিশে তোমারই ছবি-
দেখে হৃদয় মনেতে শেষ জনম ধরে-
আজ তুমি কত দূরে।
(গান)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ০৯/০১/২০২২বেশ ভাবনাময়
-
বোরহানুল ইসলাম লিটন ০৯/০১/২০২২বেশ বিরহের সুর!
-
ফয়জুল মহী ০৮/০১/২০২২মনোমুগ্ধকর , শুভ কামনা রইল নিরন্তর ।