www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সালাম তোমায় হে মাতা

সালাম তোমায় হে মাতা
আব্দুল কাদির মিয়া
===============
সালাম তোমায় হে মাতা
লও হে তুমি আমার প্রাঞ্জলি মার্জিত,
শত অন্তর ভক্তি সালাম।

হে মাতা,
আমি মধুময় শীতল নহর প্রবাহিত-
অমৃত দানে যেন তোমার ভৃত্য।

যেথা হাজার পুষ্প বহরে ঘেরা-
সোনার পাখিরা,
সুরে সুরে প্রভু নাম ধরে করে নৃত্য।

হে মাতা-
মহা পুণ্যাত্মা মাননীয়,
সতী সাধ্বী মহিমান্বিতা-
আমি যে সেই সেবক-
স্বপনের স্বপন সোনায় মুতী খচিত,
সেই মহা আনন্দ হীরকবাহী সোহাগ পূরী,
যাহা অফুরন্ত অক্ষয়।

সেথা তোমার সন্তানের জ্বালাময়-
কষ্টের আর শুধু কষ্টে নিষ্পেষিত প্রাণ-
ভব দ্রাঘিমার বৃত্ত বিয়োগান্ত,
তাঁর সীমান্ত পেরিয়ে-
এসে যায় যদি চিরপারে।

তবে শোকার্ত সেই অবিশ্রান্ত হৃদয়ের-
ভীতি স্পন্দন আর তৃষ্ণার মরু বালুকার,
বুকাঞ্জলীর সেই স্রোতধার বিভীষিকাময়,
নিমজ্জনে তবু সহিষ্ণু শান্ত বদান্যতায়,
প্রাপ্ত আমার সকল ইনামগুলো-
সেথা আমি নিজেই করিবো বদল শুধু-
তোমার তরে।

অঝোর প্রণাম তোমায় ভক্তি সালাম-
হে মাতা-
সন্তানের তরে,
আমি যে তোমার-
শুধুই চরণ তল।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২২২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০১/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast