আমরা কিশোর চাঁদের তারা
আমরা কিশোর চাঁদের তারা
আব্দুল কাদির মিয়া
=================
আমরা কিশোর চাঁদের তারা
লক্ষ্য মোদের মূল,
জীবনখানি গড়বো সোনায়-
করে- মন কালো নির্মূল।
এই পৃথিবীর বৃক্ষ্য মোরা-
মোদের পরাগ মেলে,
উঠবো ফুলে দেশ ও মাটির-
আদর সোহাগ কোলে।
আমরা সজীব মন অন্তরের-
আমরা নিশির তারা,
ঘুমের সিন্ধু মানব কূলে-
নির্বিঘ্ন পাহারা।
মোরা পূব আকাশের ঊষার প্রদীপ-
মোদের প্রভাত ঢেলে,
মোরা জাগিয়া দিবো সবগুলো চোখ-
মধুর কুজন তুলে।
শক্তি মোরা এই ধরনীর-
ভক্তি মোদের তরে,
জয় করিবো আমরা সবার-
প্রীতি বীজ বুনে অন্তরে।
হাসবে মায়ের পরাণ খুলে-
সাগর কূলে আচল মেলে,
দক্ষিণ বায়ু আসবে ছুটে-
করতে বরণ উড়ায় উঠে।
মুতির ঝিনুক জলের নীলে-
সই পাতনে কানের দুলে,
উঠলে সে তাই তরঙ্গিত-
ঢেউ কেচে সব পায়ে নত,
মায়ের উড়ন্ত কেশ অরুণ মুখী-
ঐ সব তুলে লয় কোলে।
আজ তাঁর চোখে বিষ-
সাগর পাড়ে,
তরঙ্গ সব কাঁপছে ডরে,
ভার নাহি শয় মনের আগুন-
পড়ছে ফোঁটায় ঝরে।
হে পৃথিবীর সবগুলো চোখ-
আজ আমরা ডাকি-
ফিরাও সে মুখ,
এই ধরনীর বঙ্গ মাটি-
বঙ্গ সাগর তীরে।
দেখো সৈকতে নীল মন মাধুরী-
স্বপন ধরা উঠছে পুড়ে,
ঘিন ধরা সেই হাজার মুখে-
পোড়া বাঁশির সুরে।
আমরা কিশোর চাঁদের তারা-
বঙ্গ মোদের অঙ্গে ধরা,
আমরা জ্যোতি আধার পারে-
আমরাই জাতির মূল।
আজ নেই ভেদাভেদ বৃদ্ধ যুবক-
এক করে হাত আমরা সেবক,
ঐ নর খাদক সেই পিশাচগুলো-
এসো সব করি নির্মূল।
আব্দুল কাদির মিয়া
=================
আমরা কিশোর চাঁদের তারা
লক্ষ্য মোদের মূল,
জীবনখানি গড়বো সোনায়-
করে- মন কালো নির্মূল।
এই পৃথিবীর বৃক্ষ্য মোরা-
মোদের পরাগ মেলে,
উঠবো ফুলে দেশ ও মাটির-
আদর সোহাগ কোলে।
আমরা সজীব মন অন্তরের-
আমরা নিশির তারা,
ঘুমের সিন্ধু মানব কূলে-
নির্বিঘ্ন পাহারা।
মোরা পূব আকাশের ঊষার প্রদীপ-
মোদের প্রভাত ঢেলে,
মোরা জাগিয়া দিবো সবগুলো চোখ-
মধুর কুজন তুলে।
শক্তি মোরা এই ধরনীর-
ভক্তি মোদের তরে,
জয় করিবো আমরা সবার-
প্রীতি বীজ বুনে অন্তরে।
হাসবে মায়ের পরাণ খুলে-
সাগর কূলে আচল মেলে,
দক্ষিণ বায়ু আসবে ছুটে-
করতে বরণ উড়ায় উঠে।
মুতির ঝিনুক জলের নীলে-
সই পাতনে কানের দুলে,
উঠলে সে তাই তরঙ্গিত-
ঢেউ কেচে সব পায়ে নত,
মায়ের উড়ন্ত কেশ অরুণ মুখী-
ঐ সব তুলে লয় কোলে।
আজ তাঁর চোখে বিষ-
সাগর পাড়ে,
তরঙ্গ সব কাঁপছে ডরে,
ভার নাহি শয় মনের আগুন-
পড়ছে ফোঁটায় ঝরে।
হে পৃথিবীর সবগুলো চোখ-
আজ আমরা ডাকি-
ফিরাও সে মুখ,
এই ধরনীর বঙ্গ মাটি-
বঙ্গ সাগর তীরে।
দেখো সৈকতে নীল মন মাধুরী-
স্বপন ধরা উঠছে পুড়ে,
ঘিন ধরা সেই হাজার মুখে-
পোড়া বাঁশির সুরে।
আমরা কিশোর চাঁদের তারা-
বঙ্গ মোদের অঙ্গে ধরা,
আমরা জ্যোতি আধার পারে-
আমরাই জাতির মূল।
আজ নেই ভেদাভেদ বৃদ্ধ যুবক-
এক করে হাত আমরা সেবক,
ঐ নর খাদক সেই পিশাচগুলো-
এসো সব করি নির্মূল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ৩০/১২/২০২১অনবদ্য উপস্থাপনে মুগ্ধতা রেখে গেলাম । ভালো থাকবেন সব সময়।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ৩০/১২/২০২১চমৎকার লিখেছেন।
-
আহমেদ হানিফ ৩০/১২/২০২১ভালো হয়েছে।
-
অভিজিৎ হালদার ৩০/১২/২০২১ভালো