দেহের মিনতি স্মৃতি পরে
দেহের মিনতি স্মৃতি পরে
আব্দুল কাদির মিয়া
================
ওহে স্মৃতি ভাবছো তুমি
এই পৃথিবীর গগলে,
উঠলে তুমি আদম জাতের-
সেই স্মৃতি ধর কাগজে।
তাই বলে সব ভুলেই গেলে-
তোমার অস্তিত্ব সেই নূরের কোলো,
মোহাম্মদের ঝলক ধরা-
আল্লা জাতের নূর?
সেতো রব কৃপাতে তাঁরই ধ্যান স্মরণে-
মগজ স্মৃতির সেই গড়নে,
পাইলো জীবন আদম জাতে-
তারই চোখ পলকের দূর।
আজই বিশ্ব জুড়ে কথার মালা-
গগল চোখে নেই ঝামেলা,
মন খুশিতে জনম জনম-
রেখে তাহার ঘরে।
নেই কোনো দিন ক্ষনের তরে-
নেই কোনো জোর বাঁধার ঘরে,
ওকে থামিয়ে দিতে-
মন ইশারায়-
হাজির চোখের দোরে।
ওহে স্মৃতি তাই বলে কি-
আর নেই কোনো দায়-
রবের ফিকির?
এই ক্ষনিক জনম কেটে তোমার-
দেহ চির পাড়ে?
সেতো অধিক যখন জ্বালবে নরক-
তিল তিলে সব করেই পরখ,
ঐ জন্ম তরে স্মৃতির বাঁধন-
তুমি কি দেহ ছেড়ে?
করো একটু স্মরণে নিজের তরে-
অমৃত সেই জীবন ঘিরে,
আমি যে তোমারই ভাই।
সব মৃত্যুমুখী ভয়ঙ্করে-
দেখো নিজেই বাঁচো আমায় ধরে,
এসো বাঁচতে দুজনেই-
মোহাম্মদের জীবনে গড়াই।
তাঁর চলন বলন ফলনটারে-
বেঁধে নেই নিজ প্রেমডুরে,
এসো সখ গড়ি তাঁর সাথে।
শুধু পুড়বে যারা নেই আদমে,
হাল ছুড়তে নাম বেনামে-
ওরা ঘৃণিত সেই কীটপতঙ্গ,
শত পশুর জাতে।
আব্দুল কাদির মিয়া
================
ওহে স্মৃতি ভাবছো তুমি
এই পৃথিবীর গগলে,
উঠলে তুমি আদম জাতের-
সেই স্মৃতি ধর কাগজে।
তাই বলে সব ভুলেই গেলে-
তোমার অস্তিত্ব সেই নূরের কোলো,
মোহাম্মদের ঝলক ধরা-
আল্লা জাতের নূর?
সেতো রব কৃপাতে তাঁরই ধ্যান স্মরণে-
মগজ স্মৃতির সেই গড়নে,
পাইলো জীবন আদম জাতে-
তারই চোখ পলকের দূর।
আজই বিশ্ব জুড়ে কথার মালা-
গগল চোখে নেই ঝামেলা,
মন খুশিতে জনম জনম-
রেখে তাহার ঘরে।
নেই কোনো দিন ক্ষনের তরে-
নেই কোনো জোর বাঁধার ঘরে,
ওকে থামিয়ে দিতে-
মন ইশারায়-
হাজির চোখের দোরে।
ওহে স্মৃতি তাই বলে কি-
আর নেই কোনো দায়-
রবের ফিকির?
এই ক্ষনিক জনম কেটে তোমার-
দেহ চির পাড়ে?
সেতো অধিক যখন জ্বালবে নরক-
তিল তিলে সব করেই পরখ,
ঐ জন্ম তরে স্মৃতির বাঁধন-
তুমি কি দেহ ছেড়ে?
করো একটু স্মরণে নিজের তরে-
অমৃত সেই জীবন ঘিরে,
আমি যে তোমারই ভাই।
সব মৃত্যুমুখী ভয়ঙ্করে-
দেখো নিজেই বাঁচো আমায় ধরে,
এসো বাঁচতে দুজনেই-
মোহাম্মদের জীবনে গড়াই।
তাঁর চলন বলন ফলনটারে-
বেঁধে নেই নিজ প্রেমডুরে,
এসো সখ গড়ি তাঁর সাথে।
শুধু পুড়বে যারা নেই আদমে,
হাল ছুড়তে নাম বেনামে-
ওরা ঘৃণিত সেই কীটপতঙ্গ,
শত পশুর জাতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ২৯/১২/২০২১সুন্দর কাব্য ভাবনা।
-
বোরহানুল ইসলাম লিটন ২৯/১২/২০২১সুন্দর বলেছেন!
-
ফয়জুল মহী ২৮/১২/২০২১চমৎকার অভিব্যক্তি
একরাশ মুগ্ধতা । -
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৮/১২/২০২১অতীব সুন্দর প্রকাশ করেছেন। ধন্যবাদ রইল।