বীর সৈনিকের ডাক
বীর সৈনিকের ডাক
আব্দুল কাদির মিয়া
=============
শোন রে তোরা দেশ পাগল
ঐ বীর সৈনিকের ডাক।
যারই রক্ত বুকে চেপে,
বাংলার মাটি উঠছে কেঁপে।
তবু গর্জে বহে যারই-
মমতার স্রোত,
আজও মোদের তরে।
সেতো বঙ্গ পাগল এক-
শহীদের হাক।
মনে পরে আজও-
সেই অতীতের দিন,
পারিবে কি জাতী তাঁর-
শুধিতে সে ঋণ?
ঐ শোষণের হাহাকারে-
মরণের কোলে,
ডাকিলো যে রোষানলে পরা-
সবই বাঙ্গালী,
এসো মোরা ধরি দেশ-
জয়ের হাতলে।
ঐ সীমান্ত কেটে পাড়,
করি মোরা নব দাড়।
ভাগ্যের পতাকাটি-
পতপতে উড়ন্ত,
সবুজ আর রক্তিম লালে।
বিন্দু ঝড়া মোর রক্ত শপথ-
আজও নই আমি একা,
সব শহীদের দলে।
বিশ্ব যে মোর বাংলার মাটি,
মরিনি মোরা-
সব শহীদের ঘাঁটি।
জেগে আছি আজও তাই-
ভয় নেই ভয় নেই,
দেখো বঙ্গ আকাশে চেয়ে-
মোরা লাল সিপাহী,
লাখো হাত মশালে প্রহরীর ধুম-
শুধু তোমাদের আলো জ্বেলে।
আব্দুল কাদির মিয়া
=============
শোন রে তোরা দেশ পাগল
ঐ বীর সৈনিকের ডাক।
যারই রক্ত বুকে চেপে,
বাংলার মাটি উঠছে কেঁপে।
তবু গর্জে বহে যারই-
মমতার স্রোত,
আজও মোদের তরে।
সেতো বঙ্গ পাগল এক-
শহীদের হাক।
মনে পরে আজও-
সেই অতীতের দিন,
পারিবে কি জাতী তাঁর-
শুধিতে সে ঋণ?
ঐ শোষণের হাহাকারে-
মরণের কোলে,
ডাকিলো যে রোষানলে পরা-
সবই বাঙ্গালী,
এসো মোরা ধরি দেশ-
জয়ের হাতলে।
ঐ সীমান্ত কেটে পাড়,
করি মোরা নব দাড়।
ভাগ্যের পতাকাটি-
পতপতে উড়ন্ত,
সবুজ আর রক্তিম লালে।
বিন্দু ঝড়া মোর রক্ত শপথ-
আজও নই আমি একা,
সব শহীদের দলে।
বিশ্ব যে মোর বাংলার মাটি,
মরিনি মোরা-
সব শহীদের ঘাঁটি।
জেগে আছি আজও তাই-
ভয় নেই ভয় নেই,
দেখো বঙ্গ আকাশে চেয়ে-
মোরা লাল সিপাহী,
লাখো হাত মশালে প্রহরীর ধুম-
শুধু তোমাদের আলো জ্বেলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৬/১২/২০২১Excellent
-
সাইয়িদ রফিকুল হক ১৬/১২/২০২১ভাল লাগল।
-
শ.ম. শহীদ ১৬/১২/২০২১সুন্দর প্রকাশ।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৬/১২/২০২১সুন্দর প্রকাশ।