এক সিরাত পোল পাড়ে
এক সিরাত পোল পাড়ে
আব্দুল কাদির মিয়া
===============
কত জোর ঘুরছে সুরুজ
একদিনে সব দুনিয়া,
আমার ভিতর মন ঘুরে সেই-
চোখ পলক এক গুনিয়া।
উড়ছে বাতাস কত জোরে-
কি কমে আর কত সে বাড়ে,
তাঁরে ধরে তুলে মাপের কাটায়-
এক পলকে গুনিয়া।
কত জোরে ঘুরছে সুরুজ-
একদিনে সব দুনিয়া।
জ্বলছে আগুন ভয়ঙ্করে-
পায় যারে সব পুড়েই মারে,
নাই কোনো তাঁর বাছ বিচারে-
লোহারে গালায়।
আমার জ্ঞানের ধ্যান ফিকিরে-
জন্ম কি তাঁর মর্ম ঘিরে,
ভরলো তাঁরে মাসের দানা-
একটু বারুদ শলাকার।
কত জোরে ঘুরছে সুরুজ-
একদিনে সব দুনিয়া।
আমার ভিতর মন ঘুরে সেই,
চোখ পলক এক গুনিয়া।
বুক ভরা সব সাগর জলে-
উত্তালে ঢেউ ডাইকা বলে,
কে আছে এই ভব জোরে-
যায় আমার বুক পারায়ে।
তবে আমার জ্ঞানের অসীম চূড়া-
মুণ্ডতে এক দিচ্ছে নাড়া,
আর পার হলো সেই ঢেউয়ের সাগর-
ডানার ঊড়ায় চাড়িয়া।
ওহে জ্ঞানের রৌশন তোমার-
পলক ভুবন খানি,
করলে সে জয় নিজের তরে-
ফোরালে খুনখুনে।
অক্ষয়ের যে ভুবন তোমার-
এই জীবনের পরে,
ঐ জ্ঞানের জ্যোতি করলো কি জয়-
সেই সিরাত পোল পাড়ে?
যে চুল চিকনে হীরক ধারে-
বদের জীবন কেটে,
পড়লে নিচু অগ্নি নরক-
পুড়বে শাঁড়াসি এটে।
সে একটু ভেবে দেখোই না আজ-
জীবন সুরুজ আলো,
যাইবা আছে একটু বাকি-
ডুবলে চির কালো।
আব্দুল কাদির মিয়া
===============
কত জোর ঘুরছে সুরুজ
একদিনে সব দুনিয়া,
আমার ভিতর মন ঘুরে সেই-
চোখ পলক এক গুনিয়া।
উড়ছে বাতাস কত জোরে-
কি কমে আর কত সে বাড়ে,
তাঁরে ধরে তুলে মাপের কাটায়-
এক পলকে গুনিয়া।
কত জোরে ঘুরছে সুরুজ-
একদিনে সব দুনিয়া।
জ্বলছে আগুন ভয়ঙ্করে-
পায় যারে সব পুড়েই মারে,
নাই কোনো তাঁর বাছ বিচারে-
লোহারে গালায়।
আমার জ্ঞানের ধ্যান ফিকিরে-
জন্ম কি তাঁর মর্ম ঘিরে,
ভরলো তাঁরে মাসের দানা-
একটু বারুদ শলাকার।
কত জোরে ঘুরছে সুরুজ-
একদিনে সব দুনিয়া।
আমার ভিতর মন ঘুরে সেই,
চোখ পলক এক গুনিয়া।
বুক ভরা সব সাগর জলে-
উত্তালে ঢেউ ডাইকা বলে,
কে আছে এই ভব জোরে-
যায় আমার বুক পারায়ে।
তবে আমার জ্ঞানের অসীম চূড়া-
মুণ্ডতে এক দিচ্ছে নাড়া,
আর পার হলো সেই ঢেউয়ের সাগর-
ডানার ঊড়ায় চাড়িয়া।
ওহে জ্ঞানের রৌশন তোমার-
পলক ভুবন খানি,
করলে সে জয় নিজের তরে-
ফোরালে খুনখুনে।
অক্ষয়ের যে ভুবন তোমার-
এই জীবনের পরে,
ঐ জ্ঞানের জ্যোতি করলো কি জয়-
সেই সিরাত পোল পাড়ে?
যে চুল চিকনে হীরক ধারে-
বদের জীবন কেটে,
পড়লে নিচু অগ্নি নরক-
পুড়বে শাঁড়াসি এটে।
সে একটু ভেবে দেখোই না আজ-
জীবন সুরুজ আলো,
যাইবা আছে একটু বাকি-
ডুবলে চির কালো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ১৫/১২/২০২১বেশ ছন্দময়
-
জামাল উদ্দিন জীবন ১৫/১২/২০২১ভালো
-
অভিজিৎ হালদার ১৫/১২/২০২১Valo vabna
-
Md. Rayhan Kazi ১৪/১২/২০২১অসাধারণ লেখনী
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৪/১২/২০২১সুন্দর প্রকাশ।
-
ফয়জুল মহী ১৪/১২/২০২১মনোমুগ্ধকর কথামালা