অনেক করেছি আমি দেরি
অনেক করেছি আমি দেরি
আব্দুল কাদির মিয়া
=================
অনেক করেছি আমি দেরি
যাবো কত দূর,
সন্ধ্যা এলো যে শুষে-
হেলাতে ছিলোন দিশে,
ঐ রাত কালো গভীরে বিভোর।
নেই বেলা আর যাই যে ফিরে-
ঘুচিয়ে আনিতে চোখ-
নিশি পারাপারে,
সেই আধারের আলো সাথে করি।
লইনি যে নিজ পাঁচের কিছুই তুলি-
থাকিতে সে সময়ের ঠিক বেলাবেলি,
ফুরালে সবই সে আজ-
দেখি পায়ে বেড়ি,
অনেক করেছি আমি দেরি।
চলন বলেতে আজই-
কদমে দেয় নারাজি,
নিঃশ্বাসে বুকে দুরু দুরু।
চোখ বলে নাহি দেখি-
অঙ্গে সহেনা ঝুঁকি,
হৃদয় আকাশে গুরু গুরু,
ডাকে দেয়া সংকোচে-
পথে চেয়ে কারো খোঁজে,
শূন্য সে পথে একা করি।
আপন ও ডাকিলে আজই-
বিদ্রুপের কারসাজি,
ছিলো যার তরে ঝড়ো গাং-
তরী ছাড়া পাড়ি,
অনেক করেছি আমি দেরি।
হৃদয় শখেতে যারই ধুনচি আমার,
জ্বলেছিলো সুরভীর-
সুখিতের ধুম।
সেইতো নিভিলো আজই-
সেই মেঘ ঢেলে,
নীলাবেতে নেই সেতো-
আছে চোখ মিলে,
যারই কিছু ঝরে কিছু পোড়ে-
বুকেতে নিঘুম।
পিছু স্মৃতিগুলো মনে-
নিরাশার ক্ষণে,
আজই হিসেবের একটান ধরি।
নিকেশে এলো সে খুঁজে-
একা চির চোখ বুজে,
সবই আলো মরিচীকায়-
আধারের গিরি,
অনেক করেছি আমি দেরি।
আব্দুল কাদির মিয়া
=================
অনেক করেছি আমি দেরি
যাবো কত দূর,
সন্ধ্যা এলো যে শুষে-
হেলাতে ছিলোন দিশে,
ঐ রাত কালো গভীরে বিভোর।
নেই বেলা আর যাই যে ফিরে-
ঘুচিয়ে আনিতে চোখ-
নিশি পারাপারে,
সেই আধারের আলো সাথে করি।
লইনি যে নিজ পাঁচের কিছুই তুলি-
থাকিতে সে সময়ের ঠিক বেলাবেলি,
ফুরালে সবই সে আজ-
দেখি পায়ে বেড়ি,
অনেক করেছি আমি দেরি।
চলন বলেতে আজই-
কদমে দেয় নারাজি,
নিঃশ্বাসে বুকে দুরু দুরু।
চোখ বলে নাহি দেখি-
অঙ্গে সহেনা ঝুঁকি,
হৃদয় আকাশে গুরু গুরু,
ডাকে দেয়া সংকোচে-
পথে চেয়ে কারো খোঁজে,
শূন্য সে পথে একা করি।
আপন ও ডাকিলে আজই-
বিদ্রুপের কারসাজি,
ছিলো যার তরে ঝড়ো গাং-
তরী ছাড়া পাড়ি,
অনেক করেছি আমি দেরি।
হৃদয় শখেতে যারই ধুনচি আমার,
জ্বলেছিলো সুরভীর-
সুখিতের ধুম।
সেইতো নিভিলো আজই-
সেই মেঘ ঢেলে,
নীলাবেতে নেই সেতো-
আছে চোখ মিলে,
যারই কিছু ঝরে কিছু পোড়ে-
বুকেতে নিঘুম।
পিছু স্মৃতিগুলো মনে-
নিরাশার ক্ষণে,
আজই হিসেবের একটান ধরি।
নিকেশে এলো সে খুঁজে-
একা চির চোখ বুজে,
সবই আলো মরিচীকায়-
আধারের গিরি,
অনেক করেছি আমি দেরি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জামাল উদ্দিন জীবন ১১/১১/২০২১দেরি করা কি মানায় কাছে থাকা চাই।
-
আহমেদ হানিফ ১১/১১/২০২১চমৎকার।
-
মাহতাব বাঙ্গালী ১০/১১/২০২১So, no more late
awake, come, march towards
make the path of ever peaceful life