www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিশ্বাসে দরিয়া পার

বিশ্বাসে দরিয়া পার
আব্দুল কাদির মিয়া
=============
এসো আর একটু খুঁজি ভাই
হয়তো কিছু পেয়েই যেতে-
পারি সে উপায়।

ক্ষুধায় কিছু যায় আসেনা-
খাইনা কিছু পানি,
পয়সা নেই তো কি হয়েছে-
হাঁটতে আমি জানি।

ঘাম ঝরেছে ঝরুকনা সে-
থাকবে মাটিতে পড়ে,
জামায় ভেজা শুকিয়ে নিবো-
পথের রোদ্রে ধরে।

ঐযে পথিক ভদ্র জ্ঞানী-
যাইনা তাঁরই কাছে,
সালাম দিয়ে বলি কথা-
একটু হাঁটি পিছে।

হয়তো আমার অনেক কথার-
অল্প কিছুই শুনে,
আজ নাহয় কাল পরবে মনে-
লইতে আমায় টেনে।

যাবার পথে নেই কেহ আর-
হোকনা রাতের পাড়ি,
বৃষ্টি কাগজ হাতের লাঠি-
আলোটাই দরকারি।

কর্ম দোরে থাকেই যদি-
কর্ম খালি নাই,
তাই বলে দিন অলস ঘুমে-
করবোনা কামাই।

এসো আর একটু খুঁজি ভাই-
হয়তো কিছু পেয়েই যেতে,
পারি সে উপায়।

গুরুজনের একটা কথা-
মক্কা যতই দূর,
তুমি যাবেই যাবে-
নিঃস্ব হলেও-
যদি থাকে সে মনের জোর।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৫২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/১১/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast