www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নামের চাই বাহার

নামের চাই বাহার
আব্দুল কাদির মিয়া
=============
আমি থাকবো কতক্ষন রে আর
মন আমার পাগলপারা-
নামের চাই বাহার।

কাঁধে আমার দোলছে কফিন-
খাটের হাতল ধরা,
সইছেনা তর সময় তরে-
যাইতে ঘরে তরা।

ফিরতে পথে খবর আসে-
ভাই গেছে মোর মারা-
রে পাগল মন,
নামের বাহার এই ধরাতে-
থাকবে কতক্ষন।

লইছি জমি ঘর বানামু-
সাত তলার উপরে,
দামি পাথর নামি সাজের-
সাজামু মন ভরে।

লোকে দেইখা বলবে-
সাবাশ সাবাশ,
কি সুন্দর বাহার ওরে-
পাগল মন,
নামের বাহার এই ধরাতে-
থাকবে কতক্ষন।

অনেক দামি কিনবো গাড়ী-
দেশ বিদেশে ঘুরে,
দেখবো শহর রঙিন কাঁচে-
হাওয়ায় যেন উড়ে।

সবাই নামের শেষে-
ডাকবে সাহেব-
মাথায় ফুল চন্দন ওরে-
পাগল মন,
নামের বাহার এই ধরাতে-
থাকবে কতক্ষন।

মন পাগলে ঘুমের ঘরে-
দেখে এক স্বপন,
এবার কান্দেরে মায়-
বুকে মাইরা-
নাই আমার আপন।

কত কষ্ট কইরা-
পালছি তরে,
আমার বুকের ধন ওরে-
পাগল মন,
মাটির ধরায় একদিন আমায়-
করলিনা স্মরণ।

তুই থাকবি কতক্ষনরে আর-
চির মাটির ঘরে নিজের তরে,
কেমনে পাবি পাড়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৬২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/১১/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast