কতকাল গেলো একা বয়ে
কতকাল গেলো একা বয়ে
আব্দুল কাদির মিয়া
================
কতকাল গেলো একা বয়ে
রজনীর নেই ঠিকানা-
আসোনিতো একদিনও ঘুমোতে,
আর বুঝি দেখা তাঁর পাবো না।
কতকাল গেলো একা বয়ে।
নিশি শুধু নিঝুমের নীরবে-
আসে দেখি শুধু যেন পৃথিবী-
সেই চির নিয়মের ধরাতে,
শান্ত নিবিড়ে তাঁরে শোয়াতে।
আমি শুধু বসে বসে-
দেখি চুপি চুপি-
সেই শ্রুত ঝি ঝি ডাকের-
নিশাচরা নিশি হাকের,
টকটকে ঘড়ির কাটা-
ঘুরন্ত সময়ের-
চেয়ে চেয়ে শেষটুকু পোহাতে।
কতকাল গেলো একা বয়ে।
এতো আশা এতো সাধ-
জীবনে সে মিটিবে কি-
জানিনাতো জনমের কোন দিন।
তবু ক্লান্তির নেই কোনো অবসান-
যেন আমি সবই শুধু-
নিশি চির ঋণ।
জীবনের যত চাওয়া-
সবই যেন মিছে পাওয়া-
আসলের নেই কোনো ঠিকানা,
তবু মন বলে তুমি বোঝ না।
দেখো চেয়ে ঐ প্রদীপ নিভেছে বুঝি-
নিঃশেষ মিট মিট জ্বলনের শিখা,
জ্বালানিতে পেলে তাঁর দম-
ফিরে প্রাণ নব যৌবনে-
শানের দীপিত জ্বলা পাবে তাঁর দেখা।
তবে কেন এতো ভয়-
ক্লান্তির এতো করে সয়ে,
জীবনের ফুরালো কি সবই?
পথে চলা চাওয়াটুকু-
অবিরামে আজও ফিরে-
নাহি দেখা পেয়ে?
বুজে দুটি চোখ-
দেখো মন চোখে চেয়ে,
ঐযে তারার দেশে-
তোমার ভাবুকের নেয়ে,
তোমারই চাওয়া সে নাবিক-
কত মন লইয়ে।
ভাসালো ভাবের তরী-
হয়তো পৃথিবী ঘুরে-
আসিবেতো একদিন,
লইয়ে বাসনা।
তবেই তোমারি আসন ধরা-
শয়ন ত্যাগেতে গড়া,
রজনীর শুধাগুলো-
সেই পুরো ফোঁটা ধরে,
দেখো সত্য আসিবে ফিরে-
তোমারই ঘরেতে-
নিজ সেই ঠিকানায়।
আব্দুল কাদির মিয়া
================
কতকাল গেলো একা বয়ে
রজনীর নেই ঠিকানা-
আসোনিতো একদিনও ঘুমোতে,
আর বুঝি দেখা তাঁর পাবো না।
কতকাল গেলো একা বয়ে।
নিশি শুধু নিঝুমের নীরবে-
আসে দেখি শুধু যেন পৃথিবী-
সেই চির নিয়মের ধরাতে,
শান্ত নিবিড়ে তাঁরে শোয়াতে।
আমি শুধু বসে বসে-
দেখি চুপি চুপি-
সেই শ্রুত ঝি ঝি ডাকের-
নিশাচরা নিশি হাকের,
টকটকে ঘড়ির কাটা-
ঘুরন্ত সময়ের-
চেয়ে চেয়ে শেষটুকু পোহাতে।
কতকাল গেলো একা বয়ে।
এতো আশা এতো সাধ-
জীবনে সে মিটিবে কি-
জানিনাতো জনমের কোন দিন।
তবু ক্লান্তির নেই কোনো অবসান-
যেন আমি সবই শুধু-
নিশি চির ঋণ।
জীবনের যত চাওয়া-
সবই যেন মিছে পাওয়া-
আসলের নেই কোনো ঠিকানা,
তবু মন বলে তুমি বোঝ না।
দেখো চেয়ে ঐ প্রদীপ নিভেছে বুঝি-
নিঃশেষ মিট মিট জ্বলনের শিখা,
জ্বালানিতে পেলে তাঁর দম-
ফিরে প্রাণ নব যৌবনে-
শানের দীপিত জ্বলা পাবে তাঁর দেখা।
তবে কেন এতো ভয়-
ক্লান্তির এতো করে সয়ে,
জীবনের ফুরালো কি সবই?
পথে চলা চাওয়াটুকু-
অবিরামে আজও ফিরে-
নাহি দেখা পেয়ে?
বুজে দুটি চোখ-
দেখো মন চোখে চেয়ে,
ঐযে তারার দেশে-
তোমার ভাবুকের নেয়ে,
তোমারই চাওয়া সে নাবিক-
কত মন লইয়ে।
ভাসালো ভাবের তরী-
হয়তো পৃথিবী ঘুরে-
আসিবেতো একদিন,
লইয়ে বাসনা।
তবেই তোমারি আসন ধরা-
শয়ন ত্যাগেতে গড়া,
রজনীর শুধাগুলো-
সেই পুরো ফোঁটা ধরে,
দেখো সত্য আসিবে ফিরে-
তোমারই ঘরেতে-
নিজ সেই ঠিকানায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ০৩/১১/২০২১মুগ্ধতা রইল চিরন্তন।
-
জামাল উদ্দিন জীবন ০২/১১/২০২১সুন্দর
-
ফয়জুল মহী ০১/১১/২০২১অপূর্ব লেখনশৈলী,
-
অভিজিৎ হালদার ০১/১১/২০২১সুন্দর অনুভূতির প্রকাশ