www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জীবন ভেলা

জীবন ভেলা
আব্দুল কাদির মিয়া
===========
হায়রে পোড়া প্রাণ
পুড়লি নিজে পোড়লো স্বজন-
পুড়লো দেশের ধন।

আর সইবে কতো মরার মতো-
ক্ষতের আঘাত প্রাণ।

মায়ের বুকে বিষাদ সিন্ধু-
অশ্রু নদীর জলে,
আজ বোন স্বজনে কাটছে সাঁতার-
শোকের আহা শূলে।

ঐ আকাশ বাতাস কাঁদছে ওরা-
নিভির ঢেকুর তোলে-
হায় শ্যামল সবুজ বৃক্ষ কাঁদে আজ-
হাশেম কর্ম ঘরের কুলে।

ঐ মৃত্যু আগুন গ্রাস করিতে-
তাপের লেলিহানে,
তবু শেষ চাইছে বিদায়-
যাই চলে যাই,
মাগো কাঁদিস না তুই আর বেলা নাই-
করিস দোয়া হাশর দিনে-
তোর দেখা যেন পাই।

হায়রে জীবন হায়রে জনম-
এই কি বিধির খেলা!
যে থাকতে সময়-
রাত্রি হলো,
শেষ ভাসলো জীবন ভেলা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩০৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৭/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast