মন কিছু বোঝেনা
মন কিছু বোঝেনা
আব্দুল কাদির মিয়া
==========
মনের ঠিকানা খুঁজে
মন কিছু বোঝেনা।
তবু চলে নিজে নিজে-
শত চাওয়া শত খুঁজে,
পায় যদি কিছু থোরা-
মিলেনা সে বেশি পুরা,
পথহারা মন তবু পিছু ফিরেনা।
মনের ঠিকানা খুঁজে-
মন কিছু বোঝেনা।
শিশুমন ছোটকালে-
খেলেছিলো মেঘ জলে,
কাগজের নৌকাতে দিয়ে দোল।
অবুঝের বেদনাতে-
কেঁদেছিলো চোখ মলে,
বোঝেনি সে আসলেই ছিলো ভুল।
বাতাসের ঝড় বেগে-
ভেসে যাবে সেই দূরে,
সেই ছিলো সবই যে তাঁর অজানা।
মনের ঠিকানা খুঁজে-
মন কিছু বোঝেনা।
ক্লান্তির অবসানে-
নিশি কি দিবসের ক্ষণে,
মনোডুরে বেঁধে কত ভাবনা,
নিদ্রিত দুটি চোখে-
কেটে ঘুম দুঃখে সুখে,
ঘুম জেগে মুছে তাঁর মেলা ঠিকানা।
সেথা নতুনের আগমনে-
ছুটে ভিন মত টেনে,
আসে কারো হারাবার কান্না।
বোঝ কি অবুঝে পরা-
হিসেবের নেই ধরা,
বড় যে জ্ঞানের জোরে-
বড় সে শিশুর তরে,
নিজ তরে ধরে মনে ধরনা।
পেলো সে যতই পুরা-
তবুও বলে সে থোরা,
মনের ঠিকানা খুঁজে-
মন কিছু বোঝেনা।
আব্দুল কাদির মিয়া
==========
মনের ঠিকানা খুঁজে
মন কিছু বোঝেনা।
তবু চলে নিজে নিজে-
শত চাওয়া শত খুঁজে,
পায় যদি কিছু থোরা-
মিলেনা সে বেশি পুরা,
পথহারা মন তবু পিছু ফিরেনা।
মনের ঠিকানা খুঁজে-
মন কিছু বোঝেনা।
শিশুমন ছোটকালে-
খেলেছিলো মেঘ জলে,
কাগজের নৌকাতে দিয়ে দোল।
অবুঝের বেদনাতে-
কেঁদেছিলো চোখ মলে,
বোঝেনি সে আসলেই ছিলো ভুল।
বাতাসের ঝড় বেগে-
ভেসে যাবে সেই দূরে,
সেই ছিলো সবই যে তাঁর অজানা।
মনের ঠিকানা খুঁজে-
মন কিছু বোঝেনা।
ক্লান্তির অবসানে-
নিশি কি দিবসের ক্ষণে,
মনোডুরে বেঁধে কত ভাবনা,
নিদ্রিত দুটি চোখে-
কেটে ঘুম দুঃখে সুখে,
ঘুম জেগে মুছে তাঁর মেলা ঠিকানা।
সেথা নতুনের আগমনে-
ছুটে ভিন মত টেনে,
আসে কারো হারাবার কান্না।
বোঝ কি অবুঝে পরা-
হিসেবের নেই ধরা,
বড় যে জ্ঞানের জোরে-
বড় সে শিশুর তরে,
নিজ তরে ধরে মনে ধরনা।
পেলো সে যতই পুরা-
তবুও বলে সে থোরা,
মনের ঠিকানা খুঁজে-
মন কিছু বোঝেনা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৮/০৭/২০২১চমৎকার লেখনী।
-
ফয়জুল মহী ০৮/০৭/২০২১অতুলনীয় অসাধারণ প্রকাশ।খুব ভাল লাগলো।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৭/০৭/২০২১হায়রে অবুঝ মন
বোঝে কত জন? -
সাইয়িদ রফিকুল হক ০৭/০৭/২০২১ভালো।