কদমের ঘর
কদমের ঘর
আব্দুল কাদির মিয়া
============
আমি কদম
শ্যামলের দেশে আমার ঘর।
দাঁড়িয়েছি আমি সর্ষের পাড়ে,
নীল সাগরের বালুকার চড়।
মোদের নির্যাস ললিত পিদিম-
ঘিরেছে তাঁর সবুজের বন।
এসো হে অতিথি আমি সেবকের ধারে,
ক্ষিপ্ত তরঙ্গ নীল সৈকত পাড়ে।
মুতির শঙ্খ ঝিনুক দেব উপহার।
দেখে যাও তোমার স্বপনের দেশ-
আমার কদমের ঘর।
যদি আউলা কেশ তোমার-
সিঁথার পাটিতে ঠাঁই পেতে আসেনিতো,
জীবনের একটিও রুপালী দিন।
তবে এসো হে অতিথি,
আমি দেব সে তোমায়।
ক্ষিপ্ত তরঙ্গ নীল সৈকত পাড়ে,
আমার কদমের ঘরে।
আর কাঁদিনা আমি শত উল্লাসিত,
মুক্ত দেশ আমার জনমের মতো।
তাই দাঁড়িয়েছি উন্নত শিরে।
ভয় কি আমার লাখো ছেলারা,
জড়িয়ে আমায় ঘুমিয়েছে ওরা।
সবার প্রতীক ই বীর।
আজ আমার কদম তলে-
ঘুঙুর ঝুমুরে তোলে,
শ্যামের বেনুতে সেই রাধিকার সুর।
ননদী সখীরা দলে-
ফোটানো আমার ফুল,
বধূর খোপাতে গুজে-
গায় কি মধুর!
এসো হে অতিথি-
চেয়ে তুমিও বলবে বেশ,
জন্মেছি বলে আমি প্রণয়ের ঘরে।
প্রীতি আমায় বার বার,
ধন্য আমার এই শ্যামলের দেশ।
আব্দুল কাদির মিয়া
============
আমি কদম
শ্যামলের দেশে আমার ঘর।
দাঁড়িয়েছি আমি সর্ষের পাড়ে,
নীল সাগরের বালুকার চড়।
মোদের নির্যাস ললিত পিদিম-
ঘিরেছে তাঁর সবুজের বন।
এসো হে অতিথি আমি সেবকের ধারে,
ক্ষিপ্ত তরঙ্গ নীল সৈকত পাড়ে।
মুতির শঙ্খ ঝিনুক দেব উপহার।
দেখে যাও তোমার স্বপনের দেশ-
আমার কদমের ঘর।
যদি আউলা কেশ তোমার-
সিঁথার পাটিতে ঠাঁই পেতে আসেনিতো,
জীবনের একটিও রুপালী দিন।
তবে এসো হে অতিথি,
আমি দেব সে তোমায়।
ক্ষিপ্ত তরঙ্গ নীল সৈকত পাড়ে,
আমার কদমের ঘরে।
আর কাঁদিনা আমি শত উল্লাসিত,
মুক্ত দেশ আমার জনমের মতো।
তাই দাঁড়িয়েছি উন্নত শিরে।
ভয় কি আমার লাখো ছেলারা,
জড়িয়ে আমায় ঘুমিয়েছে ওরা।
সবার প্রতীক ই বীর।
আজ আমার কদম তলে-
ঘুঙুর ঝুমুরে তোলে,
শ্যামের বেনুতে সেই রাধিকার সুর।
ননদী সখীরা দলে-
ফোটানো আমার ফুল,
বধূর খোপাতে গুজে-
গায় কি মধুর!
এসো হে অতিথি-
চেয়ে তুমিও বলবে বেশ,
জন্মেছি বলে আমি প্রণয়ের ঘরে।
প্রীতি আমায় বার বার,
ধন্য আমার এই শ্যামলের দেশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি অন্তর চন্দ্র ০১/০৭/২০২১অপূর্ব প্রিয় কবি
-
ফয়জুল মহী ৩০/০৬/২০২১চমৎকার একটা কবিতা পাঠ করলাম ,,
-
ফয়জুল মহী ৩০/০৬/২০২১চমৎকার একটা কবিতা পাঠ করলাম
-
সানাউল্লাহ ২৯/০৬/২০২১চমৎকার কদম গাছের নিচে কবরস্থানের আত্বকথা কাব্যিক আকারে প্রকাশ করেছেন কবি। শুভকামনা রইল কবি।
-
সাইয়িদ রফিকুল হক ২৯/০৬/২০২১ভালো।