www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সিঁদুরে সে লাল

সিঁদুরে সে লাল
আব্দুল কাদির মিয়া
===========
মনের নিশিতে তুমি
শশির আকাশ তারা,
চৈতী ফাগুন ভোরের-
অরুনের লাল।

হে উষসী হৃদয় দীধিতি-
ডুবে ডুবে এই ক্ষনে-
ওগো তুমি কার সনে,
আনমনে বলো কথা-
সিঁদুরে সে লাল।

যবে উড়ায় উড়েছে উড়ো-
মেঘেরা ঝরেছে গুঁড়ো,
আধারে ছেঁয়েছে নীলিমা।

তবে হেমন্তের এই ক্ষনে-
গেয়েছিনু যার সনে,
যেন পরানের সেই তুমি-
হে উষসী-
বাক হীন হৃদয় দীধিতি,
ডুবে ডুবে এই ক্ষনে-
ওগো তুমি কার সনে,
আনমনে বলো কথা-
সিঁদুরে সে লাল।

দিবে কি আমায় করি গো মিনতি-
একটু হেসে-একটু ঘেঁষে,
একটু পাশে বসে-
হাতের ছোঁয়া।

কালো গোলাপের কলি শুধু-
দিবো হাতে তুলে।
মোর পাড় ভাঙা কূলে কভু-
ফুটিবে না বলে।

সেই তবুও স্মৃতির আবেগে রবে-
আর দিনগুলো মোর ফোরাবে তবে,
রবে আরো হয়তো-বা,
স্মরণে জনম।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩০৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৬/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast