www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সহন শক্তির ধ্রুবতারা

সহন শক্তির ধ্রুবতারা
আব্দুল কাদির মিয়া
============
কালো মেঘের আড়ালে ভোর
সুরুজের উঁকি,
ঐ শুকনো বদনে যেন মিথ্যের সুখী।

তাঁর হৃদয় কলি সে ফুটে-
পর আগুনের মেঘে ছুটে,
ক্ষতে খোঁড়া খুঁড়ে খুঁড়ে-
জনমের শেষ দূরে,
ওরা জিয়িয়ে রয়েছে ধরে-
বৈঠা তরীর,
সেই কুলহীন শত মুখ-
রজনীর পারে।

জীবন বিনোদে প্রেম স্বার্থের পরে-
ওরা বিনোদি উজাড় নিজ,
বিনোদিত নহে।

তবু সৎয়ে বঞ্চনায় বঞ্চিত-
নিন্দায় সঞ্চিত,
আঘাতের করাঘাতে-
রক্তের স্রোতকনা,
ওদের পাথরেই-
বাঁধে ঘর সহে।

হে জ্যোতিময় বিশ্ব-
তোমার লক্ষ্য রাজিমন-
এই ধূলটে কিরণ প্রভা-
ওরা দেখবে কতক্ষণ।

ঐ সুশীল নিখুঁত সরলমনা-
হৃদয়ে যার রক্তকনা,
যায় বয়ে তাঁর শিরা-
শৃঙ্গমুন্ড পদতলে।

ওরা সহন শক্তির ধ্রুবতারা-
সব হৃদ গগনে দেয় পাহারা,
তবে সইবে কি আর দিন প্রহরী-
নিজের আলো শোভন ধরি,
পরতরে যার জনম সহায়-
তাঁরই চোখের জলে?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৯৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৬/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast