রমনার বটমূল
রমনার বটমূল
আব্দুল কাদির মিয়া
===========
হায়রে নিঠুর ক্লেশ,
ভাগ্য স্মরণ মেল খুশিতে-
সব নিদোষীর জয় ধ্বনিতে।
বুকের তাজা রক্ত ঝড়ে-
ভিজলো মাথার কেশ,
তোরা বলনা আমায় ওরে,
বলনা আমায় এ কোন ন্যাশের বেশ।
হাতে খোপায় ফুলের তোরা,
ফুটলো যেমন ভাগ্যের তারা,
হাজার হৃদয় স্বপ্নের মানিক,
কার সে বুকের ধন।
হায়রে বদ করিলো কোন পিচাশে,
বৈশাখের ঐ মধু বেশে।
তোরা বলনা আমায়,
ওরে বলনা আমায়-
এ কোন ন্যাশের বেশ।
আজই গরিব ধনী এক মিলে সব-
ভাই বোনদের মেলে।
যখন ফেলে আসা দুঃখ ভুলে,
সব গাইছে কবিয়ালে।
ফোরাত কূলের এ কোন সীমার,
সুর বাহালি বিষের বীণার।
রাজ পথের ঐ বুক ভাসালি-
হাজার অন্তর জলে,
হায়রে বৈশাখের এই শেষ বেলাতে-
রমনার বটমূলে।
তোরা বলনা আমায়-
ওরে বলনা আমায়,
মোরা এ কোন ন্যাশের কলে।
আব্দুল কাদির মিয়া
===========
হায়রে নিঠুর ক্লেশ,
ভাগ্য স্মরণ মেল খুশিতে-
সব নিদোষীর জয় ধ্বনিতে।
বুকের তাজা রক্ত ঝড়ে-
ভিজলো মাথার কেশ,
তোরা বলনা আমায় ওরে,
বলনা আমায় এ কোন ন্যাশের বেশ।
হাতে খোপায় ফুলের তোরা,
ফুটলো যেমন ভাগ্যের তারা,
হাজার হৃদয় স্বপ্নের মানিক,
কার সে বুকের ধন।
হায়রে বদ করিলো কোন পিচাশে,
বৈশাখের ঐ মধু বেশে।
তোরা বলনা আমায়,
ওরে বলনা আমায়-
এ কোন ন্যাশের বেশ।
আজই গরিব ধনী এক মিলে সব-
ভাই বোনদের মেলে।
যখন ফেলে আসা দুঃখ ভুলে,
সব গাইছে কবিয়ালে।
ফোরাত কূলের এ কোন সীমার,
সুর বাহালি বিষের বীণার।
রাজ পথের ঐ বুক ভাসালি-
হাজার অন্তর জলে,
হায়রে বৈশাখের এই শেষ বেলাতে-
রমনার বটমূলে।
তোরা বলনা আমায়-
ওরে বলনা আমায়,
মোরা এ কোন ন্যাশের কলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৫/০৪/২০২১ভালো।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৪/০৪/২০২১আকর্ষণীয় লেখা। ধন্যবাদ কবিকে।
-
সাইয়িদ রফিকুল হক ১৪/০৪/২০২১ভালো লাগলো।
-
আব্দুর রহমান আনসারী ১৪/০৪/২০২১সুন্দর লিখেছেন