www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মোর চাঁদের চোখে জল

মোর চাঁদের চোখে জল
আব্দুল কাদির মিয়া
=============
ঝেড়ে দে মোর পায়ের বালি
নিজের হাতে মল,
এলো মোর চাঁদের চোখে জল।

মোর আকাশের নুড়ি তারা-
লুকিয়ে মোরে দেয় ইশারা,
কাল মেঘের বনে হেঁটে-
জনম সবইতো অতল,
এলো মোর চাঁদের চোখে জল।

হাত বাড়িয়ে দে-
তোর রবির আলোকে,
ঝড় মমতার তীর ভেঙ্গে আজ,
আমি যে শীতল,
এলো মোর চাঁদের চোখে জল।

হেলে গেলে বেলা-
কত রাত নেমে ভোর,
ফুরালো যে চেয়ে মোর,
ধরিয়া সে দোর।

আজ চলে গেলে গহীনে সে-
ভাঙলে মোর ভুল,
এলো মোর চাঁদের চোখে জল।

ঝেড়ে দে মোর পায়ের বালি-
নিজের হাতে মল,
এলো মোর চাঁদের চোখে জল।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৮৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৪/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast