নিজেই সবার ঘর
নিজেই সবার ঘর
আব্দুল কাদির মিয়া
===========
লিখবনা আর পরের তরে
আসন গেড়ে কাগজ ভরে,
পোষ্য আমায় করে তাড়া,
ডাকে বারে বার।
থামনা থোরা দুষ্ট নোরা,
এই আসি এই বলি কত আর।
বড্ড পেলে জেদ লাল চুখেতে বলি,
থাকবনা আর মুক্তা পাটি পাতা-
ঘরের কোণে।
শত্রু যে মোর সর্বনাশা,
রসুন পেঁয়াজ নুনে।
চলিনু আমি গামছা ঝেড়ে-
মুণ্ড নেড়ে অনেক দূরে,
ফিরবোনা আর তাই।
লেখার নথী দন্তে কষে-
উঠুন মাটির পরে পিষে,
শেষ মমতার দীর্ঘ শ্বাসে-
ওই ফিরে উদাস চাই।
চলিনু আমি ভূই আমনের ধার ঘেষে-
গঞ্জ দীঘল পথে।
দেখিনু চেয়ে কৃষাণ কূলের ঢল নেমেছে,
মোরই কথার সুর বেঁধে সে,
হেমন্ত গেয়ে দল মিলে ওরা-
কাটায় আছে মেতে।
ফের বড্ড পেলে জেদ,
চোখের পাতা গুজে,
মোর থেমে চলা এই ধরিনু নালিশ-
সব কৃষাণের বুঝে।
নিজেরই কথা তোদের তরে-
পাতায় তুলিতে মোরে,
কেন ঘর বিরাগী করিয়া-
আমায় সরালো অনেক দূরে।
কহিলো সবাই শোন হে কবি,
দেশ হৃদয়ে তোমারই ছবি।
নও যে তুমি পর।
উদয় রবি বঙ্গ জুড়ে,
অস্ত সীমায় সবারই তরে।
জাননা তুমি কত যে আপন-
নিজেই সবার ঘর।
আব্দুল কাদির মিয়া
===========
লিখবনা আর পরের তরে
আসন গেড়ে কাগজ ভরে,
পোষ্য আমায় করে তাড়া,
ডাকে বারে বার।
থামনা থোরা দুষ্ট নোরা,
এই আসি এই বলি কত আর।
বড্ড পেলে জেদ লাল চুখেতে বলি,
থাকবনা আর মুক্তা পাটি পাতা-
ঘরের কোণে।
শত্রু যে মোর সর্বনাশা,
রসুন পেঁয়াজ নুনে।
চলিনু আমি গামছা ঝেড়ে-
মুণ্ড নেড়ে অনেক দূরে,
ফিরবোনা আর তাই।
লেখার নথী দন্তে কষে-
উঠুন মাটির পরে পিষে,
শেষ মমতার দীর্ঘ শ্বাসে-
ওই ফিরে উদাস চাই।
চলিনু আমি ভূই আমনের ধার ঘেষে-
গঞ্জ দীঘল পথে।
দেখিনু চেয়ে কৃষাণ কূলের ঢল নেমেছে,
মোরই কথার সুর বেঁধে সে,
হেমন্ত গেয়ে দল মিলে ওরা-
কাটায় আছে মেতে।
ফের বড্ড পেলে জেদ,
চোখের পাতা গুজে,
মোর থেমে চলা এই ধরিনু নালিশ-
সব কৃষাণের বুঝে।
নিজেরই কথা তোদের তরে-
পাতায় তুলিতে মোরে,
কেন ঘর বিরাগী করিয়া-
আমায় সরালো অনেক দূরে।
কহিলো সবাই শোন হে কবি,
দেশ হৃদয়ে তোমারই ছবি।
নও যে তুমি পর।
উদয় রবি বঙ্গ জুড়ে,
অস্ত সীমায় সবারই তরে।
জাননা তুমি কত যে আপন-
নিজেই সবার ঘর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৯/০৪/২০২১ভাবোচ্ছ্বাস!
-
মাহতাব বাঙ্গালী ০৯/০৪/২০২১সত্যিই অসাধারণ কবিতা লিখেছেন
-
এম এম হোসেন ০৯/০৪/২০২১সুন্দর
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৮/০৪/২০২১বড়ই ছন্দ
মনে আনন্দ। -
ফয়জুল মহী ০৮/০৪/২০২১নৈপুণ্যতায় ভরা নিদারুণ লেখা ।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৮/০৪/২০২১মনোরম।
-
আব্দুর রহমান আনসারী ০৮/০৪/২০২১সুন্দর ভাবনা